পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

পার্ক সার্কাসে প্রতীকী প্রতিবাদ, জোর কোরোনা সচেতনতায় - কোরোনা

কোরোনা সচেতনায় সাড়া দিলেন CAA, NRC বিরোধী পার্ক সার্কাসের আন্দোলনকারীরা । প্রতিবাদীরা কোরোনা সর্তকতায় সাড়া দিয়ে প্রতীকী প্রতিবাদের পথ ধরলেন । কোরোনা সচেতনতার জন্য প্রতিবাদীদের মধ্যে অনেকে চাইছেন কিছুদিন আন্দোলন বন্ধ রাখতে ।

park circus
পার্ক সার্কাসে প্রতীকী প্রতিবাদ

By

Published : Mar 24, 2020, 3:23 AM IST

Updated : Mar 24, 2020, 7:48 AM IST

কলকাতা,24 মার্চ : কোরোনা আক্রমণ ঠেকাতে সরকার লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে । কোরোনা নিয়ে সচেতনতা প্রচারও চলছে সর্বত্র । এবার কোরোনা সচেতনায় সাড়া দিলেন CAA, NRC বিরোধী পার্ক সার্কাসের আন্দোলনকারীরা । নাগরিকত্ব (সংশোধনী) আইন বিরোধী প্রতিবাদীরা কোরোনা সর্তকতায় সাড়া দিয়ে প্রতীকী প্রতিবাদের পথ ধরলেন ।

প্রবীণ ব্যক্তিদের প্রতিবাদী মঞ্চে আসতে বারণ করে দেওয়া হয়েছে । শিশুদেরকেও কিছুতেই যেন পার্ক সার্কাস মাঠে আনা না হয় সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে । রাজ্য সরকার নির্দেশ মেনে 7 জনের বেশি জমায়েত করা হচ্ছে না এই মঞ্চে। এমনকি দেশের এই সংকট সময়ে পার্ক সার্কাস মাঠে কিছু দিনের জন্য আন্দোলন বন্ধ করার পক্ষে অনেকে মত দিয়েছেন । এখন আন্দোলনের থেকে বেশি মাত্রা পাচ্ছে কোরোনা সচেতনতা নিয়ে পারস্পরিক আলোচনা ।

পার্ক সার্কাসে প্রতীকী প্রতিবাদ

পরিচ্ছন্নতা বজায় রাখার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে । আন্দোলনকারীদের অনেককে দেখা গেল স্যানিটাইজার বিতরণ করতে । বেশ কিছু ব্যক্তি আন্দোলনকারীদের মধ্যে মাস্ক বিলি করেন ।

প্রবীণ ও শিশুদের এখন বেশ কিছু দিন আন্দোলন মঞ্চে আসতে বারণ করা হয়েছে । কোরোনা সচেতনতার জন্য প্রতিবাদীদের অনেকে চাইছেন কিছুদিন আন্দোলন বন্ধ রাখতে । হয়ত সে দিকেই হাঁটতে চলেছে পার্ক সার্কাসের প্রতিবাদীরা ।

Last Updated : Mar 24, 2020, 7:48 AM IST

ABOUT THE AUTHOR

...view details