কলকাতা, 10 মার্চ: প্রতিটি পরিবারের জন্য নয়, বরং পরিবারের সদস্য সংখ্যা যাই হোক না কেন, পরিবারের প্রতিটি সদস্যের জন্য হোক স্বাস্থ্যসাথী প্রকল্প । এমনই দাবি জানিয়ে মঙ্গলবার একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে কলকাতা হাইকোর্টে । এ রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন না-হওয়া পর্যন্ত স্বাস্থ্যসাথী প্রকল্প সংক্রান্ত প্রচার বন্ধ রাখারও আর্জি জানানো হয়েছে এই মামলায় ।
অনাবাসী ভারতীয় চিকিৎসক কুণাল সাহার সংগঠন পিপল ফর বেটার ট্রিটমেন্ট (PBT)-এর তরফে মঙ্গলবার কলকাতা হাইকোর্টে এই জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে । এই মামলার বিষয়ে PBT-র প্রেসিডেন্ট চিকিৎসক কুণাল সাহা জানিয়েছেন, স্বাস্থ্যসাথী প্রকল্প অসাংবিধানিক, রাজনৈতিক এবং জোড়াতালি দেওয়া বাজেটের উপর ভিত্তি করে চালু করা হয়েছে । রাজনৈতিক কারণে নির্বাচনকে সামনে রেখে চালু করা হয়েছে এই প্রকল্প । এ রাজ্যের সমস্ত বাসিন্দার জন্য স্বাস্থ্যসাথী প্রকল্পে যে অর্থ বরাদ্দ করা হয়েছে, প্রয়োজনের তুলনায় তা পর্যাপ্ত নয় ।