পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Swasthya Sathi Case in High Court: কীভাবে ব্যয়বহুল স্বাস্থ্যসাথীর পরিষেবা দিচ্ছে রাজ্য, হলফনামা তলব হাইকোর্টের - স্বাস্থ্যসাথী মামলা

স্বাস্থ্যসাথী (Swasthya Sathi) নিয়ে রাজ্য সরকারের কাছে হলফনামা চাইল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। কীভাবে সাধারণ মানুষকে এই ব্যয়বহুল পরিষেবা দিচ্ছে সরকার ? অ্যাডভোকেট জেনারেলের কাছে তা জানতে চাইল আদালত ।

Swasthya Sathi Case: Calcutta High Court asked to submit affidavit to Govt
স্বাস্থ্যসাথী পরিষেবা নিয়ে রাজ্যের হলফনামা তলব হাইকোর্টের

By

Published : Nov 22, 2021, 2:24 PM IST

Updated : Nov 22, 2021, 4:51 PM IST

কলকাতা, 22 নভেম্বর:স্বাস্থ্যসাথী (Swasthya Sathi Case in High Court) নিয়ে রাজ্যের কাছে হলফনামা তলব করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। কীভাবে সাধারণ মানুষকে এই ব্যয়বহুল পরিষেবা দিচ্ছে রাজ্য ? অ্যাডভোকেট জেনারেলের কাছে তা জানতে চেয়েছে আদালত । আগামী 18 জানুয়ারি রাজ্যকে হলফনামা দিতে হবে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে ।

মামলাকারী কুণাল সাহার বক্তব্য, বিজ্ঞপ্তিতে যে ভাবে সবাইকে পরিষেবা দেওয়ার অঙ্গীকার করেছে রাজ্য, তা অসাংবিধানিক । এই বিপুল অর্থনৈতিক বোঝা বহন করা অসম্ভব । এটা মিথ্যা দাবি করা হচ্ছে । অ্যাডভোকেট জেনারেল জানান, যাঁরা পরিষেবা পাওয়ার যোগ্য, তাঁরা ঠিক পরিষেবা পাচ্ছেন । 2020 সালে 1 কোটি 89 লক্ষ মানুষকে পরিষেবা দেওয়া হয়েছে । চলতি বছরের 15 নভেম্বর পর্যন্ত 2 কোটিরও বেশি মানুষ এই পরিষেবা পেয়েছেন । প্রতিদিন উপভোক্তার সংখ্যা বাড়ছে । সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার জন্য বেশ কয়েকটি ইনসুরেন্স কোম্পানির সঙ্গে চুক্তি করে রেখেছে রাজ্য । এটা একটা প্রিমিয়াম ভিত্তিক ইনসুরেন্স, যার টাকা দেয় রাজ্য । তখন প্রধান বিচারপতি জানান, রাজ্য যা বলতে চাইছে তা লিখিত হলফনামা দিয়ে আগামী 18 জানুয়ারির মধ্যে জানাক ।

আরও পড়ুন:Swasthya Sathi Card : স্বাস্থ্যসাথীর মুশকিল আসানে কার্ডের পিছনেই টোল ফ্রি ও হোয়াটসঅ্যাপ নম্বর

মামলাকারী প্রশ্ন তোলেন, প্রতিদিন সংবাদপত্রের মাধ্যমে আমরা জানতে পারছি বহু মানুষ পরিষেবা পাচ্ছেন না । হাসপাতাল তাঁদের ফিরিয়ে দিচ্ছে । অ্যাডভোকেট জেনারেল জানান, যে যে হাসপাতাল রোগীদের ফিরিয়ে দিয়েছে, তাদের বিরুদ্ধে স্বাস্থ্য কমিশন একাধিক শাস্তির পদক্ষেপ করেছে । কিন্তু এই মুহূর্তে তিনি নথি-সহ তার প্রমাণ দিতে পারবেন না । তার জন্য তাঁকে সময় দিতে হবে ।

আরও পড়ুন:স্বাস্থ্যসাথী কার্ডকে উপেক্ষা করেই টাকা দাবি নার্সিংহোমের

স্বাস্থ্যসাথী (Swasthya Sathi Case in High Court) কার্ডের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে কয়েকদিন আগে একটি জনস্বার্থ মামলা দায়ের করে পিপল ফর বেটার ট্রিটমেন্ট নামে এক সংগঠন । অভিযোগ, ওই কার্ড দেখানোর পরেও বহু বেসরকারি হাসপাতাল তা গ্রহণ করছে না । ফলে রোগীর পরিবারকে পকেট থেকেই টাকা দিতে হচ্ছে । রাজ্য সরকার ভোটের আগে মনোমোহিনী এই প্রকল্পের ঘোষণা করে । আসলে এই পরিষেবা সবাইকে দেওয়া অবাস্তব বিষয় ।

আরও পড়ুন:করোনা রোগীকে স্বাস্থ্যসাথী কার্ডে ভর্তি না করে বিল বাড়ানোর অভিযোগ বেহালার এক নার্সিংহোমের বিরুদ্ধে

Last Updated : Nov 22, 2021, 4:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details