কলকাতা, 22 নভেম্বর:স্বাস্থ্যসাথী (Swasthya Sathi Case in High Court) নিয়ে রাজ্যের কাছে হলফনামা তলব করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। কীভাবে সাধারণ মানুষকে এই ব্যয়বহুল পরিষেবা দিচ্ছে রাজ্য ? অ্যাডভোকেট জেনারেলের কাছে তা জানতে চেয়েছে আদালত । আগামী 18 জানুয়ারি রাজ্যকে হলফনামা দিতে হবে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে ।
মামলাকারী কুণাল সাহার বক্তব্য, বিজ্ঞপ্তিতে যে ভাবে সবাইকে পরিষেবা দেওয়ার অঙ্গীকার করেছে রাজ্য, তা অসাংবিধানিক । এই বিপুল অর্থনৈতিক বোঝা বহন করা অসম্ভব । এটা মিথ্যা দাবি করা হচ্ছে । অ্যাডভোকেট জেনারেল জানান, যাঁরা পরিষেবা পাওয়ার যোগ্য, তাঁরা ঠিক পরিষেবা পাচ্ছেন । 2020 সালে 1 কোটি 89 লক্ষ মানুষকে পরিষেবা দেওয়া হয়েছে । চলতি বছরের 15 নভেম্বর পর্যন্ত 2 কোটিরও বেশি মানুষ এই পরিষেবা পেয়েছেন । প্রতিদিন উপভোক্তার সংখ্যা বাড়ছে । সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার জন্য বেশ কয়েকটি ইনসুরেন্স কোম্পানির সঙ্গে চুক্তি করে রেখেছে রাজ্য । এটা একটা প্রিমিয়াম ভিত্তিক ইনসুরেন্স, যার টাকা দেয় রাজ্য । তখন প্রধান বিচারপতি জানান, রাজ্য যা বলতে চাইছে তা লিখিত হলফনামা দিয়ে আগামী 18 জানুয়ারির মধ্যে জানাক ।
আরও পড়ুন:Swasthya Sathi Card : স্বাস্থ্যসাথীর মুশকিল আসানে কার্ডের পিছনেই টোল ফ্রি ও হোয়াটসঅ্যাপ নম্বর