পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

লোকাল ট্রেন-মেট্রো না চালানো খামখেয়ালি, চালু করতে রেলমন্ত্রীকে চিঠি স্বপনের - covid news today

করোনা সংক্রান্ত বিধিনিষেধের জেরে রাজ্যে লোকাল ট্রেন ও মেট্রো পরিষেবা বন্ধ ৷ একাধিক জায়গায় বিক্ষোভ হলেও সিদ্ধান্ত বদলে রাজি নয় রাজ্য ৷ তাই এই নিয়ে রেলের পদক্ষেপ চাইছেন রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত ৷

swapan dasgupta writes letter to rail minister piyush goyal on local train metro service issue
লোকাল ট্রেন-মেট্রো চালু করতে রাজ্যকে চাপ দিক রেল, মন্ত্রীকে চিঠি স্বপন দাশগুপ্তর

By

Published : Jul 1, 2021, 4:10 PM IST

কলকাতা, 1 জুলাই : করোনা সংক্রান্ত বিধিনিষেধে (Covid Restriction) ছাড় দিয়ে শুরু হয়েছে বাস চলাচল ৷ কিন্তু ট্রেন ও মেট্রো পরিষেবা এখনই শুরু করতে দিতে নারাজ রাজ্য সরকার ৷ এতে সাধারণ মানুষ সমস্যায় পড়ছেন বলে অভিযোগ করলেন বিজেপি নেতা ও রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত (Swapan Dasgupta) ৷ তাঁর দাবি, দ্রুত লোকাল ট্রেন ও মেট্রো পরিষেবা শুরু করতে হবে ৷

তাই তিনি এই নিয়ে চিঠি লিখেছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েলকে (Piyush Goyal) ৷ রেলের তরফে এই নিয়ে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকারের উপর চাপ সৃষ্টি করার অনুরোধ করেছেন তিনি ৷ বাংলার মানুষের স্বার্থে এই পদক্ষেপ করা উচিত বলে মনে করেন স্বপন দাশগুপ্ত ৷ তিনি মনে করেন, বাংলার মানুষও এই ইস্যুতে রেলের দিকেই তাকিয়ে আছেন ৷

আরও পড়ুন :রাস্তায় নেই বেসরকারি বাস, সুযোগে খেয়াল-খুশির দর অটোয়

প্রসঙ্গত, করোনা সংক্রান্ত বিধিনিষেধের জেরে মে মাসের গোড়াতেই লোকাল ট্রেন পরিষেবা (Local Train) বন্ধ করে দেয় রাজ্য সরকার ৷ তখন মেট্রো পরিষেবা (Metro Service) চালু ছিল ৷ কিন্তু তা স্বাভাবিকের থেকে অর্ধেক করে দেওয়া হয় ৷ পরে মে মাসের মাঝামাঝি করোনা সংক্রান্ত বিধিনিষেধ আরও কড়া করে রাজ্য সরকার ৷ তখন মেট্রো পরিষেবাও বন্ধ করে দেওয়া হয় ৷ এখন শুধু জরুরি পরিষেবায় যুক্তদের জন্য ট্রেন ও মেট্রো পরিষেবা চালু আছে ৷

রেলমন্ত্রীকে দেওয়া স্বপন দাশগুপ্তর চিঠি

এদিকে সময় যত এগিয়েছে রাজ্য সরকার ততই কমিয়েছে করোনা সংক্রান্ত বিধিনিষেধ ৷ অফিস খুলেছে, রেস্তরাঁ খুলেছে, দোকান-বাজার আগের থেকে বেশি সময় ধরে খোলা থাকছে ৷ এই পরিস্থিতিতে লোকাল ট্রেন চালুর দাবিতে সরব হয়েছেন সাধারণ মানুষ ৷ বেশ কিছু জায়গায় অবরোধ-বিক্ষোভও হয়েছে ৷

আরও পড়ুন :রাস্তায় অমিল বেসরকারি বাস, অটো ভাড়া আকাশছোঁয়া ; চরম দুর্ভোগে আমজনতা

কিন্তু এখন লোকাল ট্রেন ও মেট্রো চালুর অনুমতি দিলে করোনার সংক্রমণ আরও বেড়ে যাবে বলে আশঙ্কা করছে রাজ্য সরকার ৷ তাই এখনই লোকাল ট্রেন ও মেট্রো চালু করা যাবে না বলে সরকারি তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে ৷

রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে খামখেয়ালি বলে অভিযোগ করেছেন স্বপন দাশগুপ্ত ৷ তাই এই বিষয়ে রেলকে পদক্ষেপ করার অনুরোধ জানিয়েছেন তিনি ৷

আরও পড়ুন :অ্যাপ নির্ভর ক্যাবে উঠলেই আজ থেকে গুনতে হবে বাড়তি কড়ি

ABOUT THE AUTHOR

...view details