কলকাতা, 9 সেপ্টেম্বর : শব্দছক ৷ খবরের পাশেই ঠাঁই পায় যেকোনও সংবাদপত্রে ৷ কিন্তু শুধু শব্দছক নিয়েই প্রকাশিত হচ্ছে একটি কাগজ ৷ এমন নজির বোধহয় খুব বেশি নেই ৷ আর বাংলা ভাষায় সম্ভবত প্রথম এমন কোনও কাগজ প্রকাশিত হল ৷ নাম - শব্দবাণ ৷ স্রষ্টা শুভজ্যোতি রায় ৷ যাদবপুর সন্তোষপুরের বাসিন্দা শুভজ্যোতির অবশ্য দাবি, তিনিই প্রথম শব্দছক নিয়ে কোনও কাগজ প্রকাশিত করলেন ৷
তিনি জানালেন, আপাতত তিনমাসে একবার প্রকাশিত হবে তাঁর শব্দবাণ ৷ প্রথম সংস্করণ আসছে আগামী 15 সেপ্টেম্বর ৷ দাম 10 টাকা ৷ চারপাতার এই ট্যাবলয়েডে একাধিক বিষয়ের উপর শব্দছক থাকছে ৷ তাছাড়া পাঠকদের জন্য প্রতিযোগিতার ব্যবস্থাও থাকছে ৷ সেই প্রতিযোগীদের বিজয়ীদের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কারও ৷
আরও পড়ুন :Sourav Ganguly : আসছে দাদা’র বায়োপিক, টুইটারে ঘোষণা সৌরভের
যেকোনও সংবাদপত্রে শব্দছকের আলাদা পাঠক রয়েছে ৷ কেউ খবর পড়ার পাশাপাশি অবসরে কলম হাতে শব্দছক পূরণ করে মগজাস্ত্রে শাণ দিয়ে নেন ৷ কারও আবার শব্দছক পূরণ করাই নেশা ৷ তাই হাতের কাছে খবরের কাগজ পেলেই আগে শব্দছক পূরণ করে নেন ৷ সেই সমস্ত পাঠকদের কাছে অবশ্যই এই উদ্যোগ জনপ্রিয় হবে ৷ তাই ভবিষ্যতে এই পত্রিকাকে আরও বড় করে আনতে চান শুভজ্যোতি ৷ ধাপে ধাপে সাপ্তাহিক থেকে দৈনিক করতে চান ৷ তিনি বললেন, ‘‘আর্থিক পৃষ্ঠপোষকতা জোরদার হলে আমি এই পত্রিকা আরও বড় ভাবে নিয়ে আসতে পারি ৷’’
এখানে প্রশ্ন উঠছে, এমন একটি পত্রিকা তৈরির কথা কীভাবে তাঁর ভাবনায় এল ? শুভজ্যোতির থেকে জানা গেল, শব্দ নিয়ে খেলা করার অভ্যাস তিনি শুরু করেছিলেন স্কুল-জীবন থেকে ৷ 1998 সাল থেকে তিনি শব্দছক তৈরি করা শুরু করেন ৷ শুরুর দিকে তাঁর বাবা আপত্তি তুলেছিলেন ৷ কিন্তু শুরুতেই নজরে পড়ে যান সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় এবং নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ৷ তারপর শুধুই এগিয়ে চলা ।
Crossword : মগজাস্ত্রের পরীক্ষা নিতে শব্দবাণ নিয়ে হাজির শুভজ্যোতি আরও পড়ুন :Madan Mitra Biopic: এবার পর্দাতেও মদন মিত্র ম্যাজিক, আসছে জোড়া বায়োপিক
এখন বেশ কয়েকটি সংবাদপত্রে নিয়মিত তাঁর তৈরি করা শব্দছক প্রকাশিত হয় ৷ তাছাড়া বিষয়ভিত্তিক শব্দছকও তিনি তৈরি করেন ৷ 2018 সালে তাঁর তৈরি শব্দছককে ফ্যাশন ডিজাইনাররা তাঁদের বস্ত্রসম্ভারে ব্যবহার করেছিলেন ৷ সেই পোশাক পরে তা নিয়ে ব়্যাম্পে হেঁটেছিলেন মডেলরা । লকডাউনের সময় করোনা নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে শব্দছক তৈরি করেছিলেন ৷ সেখান থেকেই শব্দছক নিয়ে আলাদা কিছু করার পরিকল্পনা করেন তিনি ৷ যার ফসল এই শব্দবাণ ৷
আর পত্রিকার নাম ঠিক করার পিছনেও বিশেষ কারণ রয়েছে বলে জানালেন শুভজ্যোতি ৷ তাঁর কথায়, ‘‘আমাদের দেশের মহাকাব্যে শব্দবাণের কথা রয়েছে । সেখান থেকেই আমার পত্রিকার নাম বেছে নেওয়া ।’’ ইতিমধ্যে শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সম্বরণ বন্দ্যোপাধ্যায়, মনোময় ভট্টাচার্যের মতো বিশিষ্টরা তাঁর এই উদ্যোগের প্রশংসা করেছেন ৷ তাই তাঁর এই শব্দবাণও লক্ষ্যভেদ করবে বলেই আশবাদী শুভজ্যোতি ৷
আরও পড়ুন :Baby born in Malda Station : পাশে মেরি সহেলি; ট্রেনে সন্তানের জন্ম দিলেন মহিলা