কলকাতা, 14 মে : কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা, 100 দিনের কাজের টাকা দিচ্ছে না । অনতিবিলম্বে যাতে সেই টাকা দেওয়ার ব্যবস্থা করা হয়, তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) হস্তক্ষেপ চেয়ে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) । শনিবার মুখ্যমন্ত্রীর দাবির পালটা চিঠি প্রধানমন্ত্রীকে পাঠালেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Bengal LoP Suvendu Adhikari) ৷ তিনি প্রধানমন্ত্রীকে তিন পাতার চিঠি পাঠালেন । রাজ্য সরকার যাতে সবরকম স্বচ্ছতা বজায় রাখে ও যাবতীয় প্রটোকল মেনে চলে, তা নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রীর দফতরের আধিকারিকদের চিঠিতে অনুরোধ করেছেন তিনি (Suvendu write to PM Modi to verify before disbursing housing project fund to Bengal) ।
প্রধানমন্ত্রী মোদিকে লেখা চিঠিতে শুভেন্দুর দাবি, প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পকে (Pradhan Mantri Awas Yojana) বাংলা আবাস যোজনা বলে রাজ্য সরকার নিজেদের নামে চালাচ্ছে । চিঠিতে শুভেন্দু নালিশ করেছেন, এহেন কাজ শুধু যে নীতিবিরুদ্ধ তাই নয়, যে কৃতিত্বের দাবিদার রাজ্য নয়, তার দাবিও করা হচ্ছে । মুখ্যমন্ত্রী স্বীকার করেছেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় 32 লাখ পাকা বাড়ি তৈরি হয়েছে । অথচ, প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় এত বিশাল অঙ্কের ফান্ড দেওয়ার পরেও কেন্দ্রীয় সরকারের জন্য একটিও প্রশংসাসূচক শব্দ ব্যয় করতে দেখা যায়নি । আর ভালো পারফরম্যান্সের দাবি করছেন মুখ্যমন্ত্রী ।
শুভেন্দুর অভিযোগ, রাজ্যে এতগুলি বাড়ি তৈরি হওয়ার কৃতিত্ব সম্পূর্ণ একাই নিচ্ছে সরকার, কেন্দ্রীয় সরকারের একবিন্দু প্রশংসাও নেই। আর তা নিয়ে তাঁর আক্ষেপও নেই । এসব জানিয়েই প্রধানমন্ত্রীর প্রতি তাঁর আবেদন, 100 দিনের টাকার অনুমোদন দেওয়া কিংবা আবাস যোজনায় অর্থ বরাদ্দ করার আগে নিয়মনীতি নেমে সব খতিয়ে দেখে নিক কেন্দ্রের সংশ্লিষ্ট মন্ত্রক ।