কলকাতা, 6 এপ্রিল : পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে প্রতিহিংসামূলক আচরণের অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Bengal LoP Suvendu Adhikari) ৷ তাঁকে থানায় হাজিরা দেওয়া সংক্রান্ত একটি নোটিসকে হাতিয়ার করে শুভেন্দু এই অভিযোগ করেছেন ৷ তাঁর আরও দাবি, পশ্চিমবঙ্গের সরকারকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) তৃণমূলের শাখা সংগঠনে পরিণত করেছেন ৷
বুধবার এই নিয়ে একাধিক টুইট করেন নন্দীগ্রামের (Nandigram) বিধায়ক ৷ সেখানে তিনি জানান, তাঁকে পূর্ব মেদিনীপুরের দূর্গাচক থানা থেকে একটি নোটিস পাঠানো হয় ৷ ওই নোটিসে তাঁকে সাতদিনের মধ্যে হাজিরা দিতে বলা হয় ৷ হাজির না হলে গ্রেফতার করা হবে বলেও জানানো হয়েছে ওই নোটিসে ৷
পরের টুইটে শুভেন্দু লিখেছেন যে তিনি পালটা আইনজীবীর চিঠি পাঠান থানায় ৷ সেখানে হাইকোর্টের তরফে শুভেন্দুকে নিয়ে দেওয়া রায়ের বিষয়টি উল্লেখ করেন ৷ যেখানে জনপ্রতিনিধি হওয়ায় যে কোনও জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে সময় ও স্থান বেছে নেওয়ার সুযোগ দেওয়ার কথা বলেছিল আদালত ৷ আদালতের রায়ের কপিও এদিন টুইট করেন শুভেন্দু ৷
বিরোধী দলনেতার দাবি, তার পর আরও একটি ই-মেল আসে তাঁর কাছে ৷ যেখানে তাঁকে জানানো হয় যে আগের নোটিসটি প্রত্যাহার করা হচ্ছে ৷ গোটা বিষয়টি নিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Slams Mamata over a notice sent to him by wb Police) ৷