পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Suvendu Slams Mamata : হাজির না হলেই গ্রেফতারের নোটিস পাঠিয়েও প্রত্যাহার পুলিশের, মুখ্যমন্ত্রীকে কটাক্ষ শুভেন্দুর - Nandigram

পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Bengal LoP Suvendu Adhikari) অভিযোগ, বাংলার পুলিশ প্রতিহিংসামূলক আচরণ করছে ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) তৃণমূলের শাখা সংগঠনে পরিণত করেছেন পুলিশকে ৷

suvendu slams mamata over a notice sent to him by wb police
Suvendu Slams Mamata : হাজির না হলেই গ্রেফতারের নোটিস পাঠিয়েও প্রত্যাহার পুলিশের, মুখ্যমন্ত্রীকে কটাক্ষ শুভেন্দুর

By

Published : Apr 6, 2022, 8:14 PM IST

কলকাতা, 6 এপ্রিল : পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে প্রতিহিংসামূলক আচরণের অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Bengal LoP Suvendu Adhikari) ৷ তাঁকে থানায় হাজিরা দেওয়া সংক্রান্ত একটি নোটিসকে হাতিয়ার করে শুভেন্দু এই অভিযোগ করেছেন ৷ তাঁর আরও দাবি, পশ্চিমবঙ্গের সরকারকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) তৃণমূলের শাখা সংগঠনে পরিণত করেছেন ৷

বুধবার এই নিয়ে একাধিক টুইট করেন নন্দীগ্রামের (Nandigram) বিধায়ক ৷ সেখানে তিনি জানান, তাঁকে পূর্ব মেদিনীপুরের দূর্গাচক থানা থেকে একটি নোটিস পাঠানো হয় ৷ ওই নোটিসে তাঁকে সাতদিনের মধ্যে হাজিরা দিতে বলা হয় ৷ হাজির না হলে গ্রেফতার করা হবে বলেও জানানো হয়েছে ওই নোটিসে ৷

পরের টুইটে শুভেন্দু লিখেছেন যে তিনি পালটা আইনজীবীর চিঠি পাঠান থানায় ৷ সেখানে হাইকোর্টের তরফে শুভেন্দুকে নিয়ে দেওয়া রায়ের বিষয়টি উল্লেখ করেন ৷ যেখানে জনপ্রতিনিধি হওয়ায় যে কোনও জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে সময় ও স্থান বেছে নেওয়ার সুযোগ দেওয়ার কথা বলেছিল আদালত ৷ আদালতের রায়ের কপিও এদিন টুইট করেন শুভেন্দু ৷

বিরোধী দলনেতার দাবি, তার পর আরও একটি ই-মেল আসে তাঁর কাছে ৷ যেখানে তাঁকে জানানো হয় যে আগের নোটিসটি প্রত্যাহার করা হচ্ছে ৷ গোটা বিষয়টি নিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Slams Mamata over a notice sent to him by wb Police) ৷

তাঁর দাবি, এই ধরনের ভুলের জন্য পুলিশের বিশ্বাসযোগ্যতা নষ্ট হচ্ছে ৷ পাশাপাশি তাঁর কটাক্ষ, এই কারণেই আদালত সিবিআইয়ের উপর ভরসা রাখছে ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, গত ১৬ মার্চ দুর্গাচক থানায় শুভেন্দুর বিরুদ্ধে ওই অভিযোগ দায়ের হয় । করোনা অতিমারি পরিস্থিতিতে প্রশাসনের অনুমতি ছাড়া মিটিং-মিছিল করা, পুলিশের কাজ বাধা দেওয়ার অভিযোগ তোলা হয়েছিল বিরোধী দলনেতা বিরুদ্ধে ৷

অন্যদিকে এদিন সন্ধ্যায় বালিগঞ্জ কেন্দ্রের প্রার্থী কেয়া ঘোষের হয়ে রোড শোয়ে যোগ দেন শুভেন্দু অধিকারী ।‌ গড়িয়াহাট মোড় থেকে শুরু হয়ে এই শোভাযাত্রা বালিগঞ্জ ফাঁড়ি হয়ে‌ পার্ক সার্কাস মোড়ে‌‌ শেষ হয় ।‌

আরও পড়ুন :TMCs Complaint against Suvendu : ভোট প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের চেষ্টায় অভিযুক্ত শুভেন্দু, কমিশনে কুণাল

ABOUT THE AUTHOR

...view details