কলকাতা, 1 জুন : সঙ্গীত শিল্পী কে কে-র আচমকা প্রয়াণে কাঠগড়ায় তোলা হচ্ছে কলকাতার নজরুল মঞ্চের অনুষ্ঠানকে ৷ এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই বাংলার শাসক শিবিরকে নিশানা করেছে বিরোধী রাজনৈতিক দলগুলি ৷ বৃহস্পতিবার টুইটারে এই ঘটনা নিয়ে সরাসরি সমালোচনায় সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Bengal Opposition Leader Suvendu Adhikari) ৷ তিনি এই অনুষ্ঠানের আয়োজন নিয়ে আর্থিক অনিয়মের অভিযোগ তুলেছেন ৷ ইডি-র তদন্তেরও দাবি তুলেছেন টুইট করে (Suvendu Demands ED Enquiry into KK Death Controversy) ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন যে গত সোমবার থেকে কলকাতায় ছিলেন সঙ্গীতশিল্পী কে কে ওরফে কৃষ্ণকুমার কুন্নাথ ৷ পরপর দু‘দিন নজরুল মঞ্চেই ছিল তাঁর অনুষ্ঠান ৷ গতকাল, মঙ্গলবার অনুষ্ঠান শেষে হোটেলে ফেরার পর তিনি অসুস্থ হয়ে পড়েন ৷ সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় (Singer KK Died after a Programme in Kolkata) ৷
এই মৃত্যু নিয়ে ইতিমধ্য়েই বিতর্ক দানা বেঁধেছে ৷ নজরুল মঞ্চের ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে ৷ সেখানে গান করতে করতেই তিনি অসুস্থ হয়ে পড়েন বলে অভিযোগ ৷ পরে তা বড় আকার ধারণ করে ৷ সেখান থেকেই এই মর্মান্তিক পরিণতি বলে অভিযোগ ৷
এই পরিস্থিতিতে বৃহস্পতিবার তিনটি টুইট করেন শুভেন্দু ৷ একটিতে কে কে-র অনুষ্ঠান চলাকালীন রেকর্ড করা ভিডিয়ো পোস্ট করেন ৷ সঙ্গে লেখেন, ‘‘ড. কুণাল সরকারকে ধন্যবাদ সর্বপ্রথম চোখে আঙুল দিয়ে বিষয়টি উপলব্ধি করানোর জন্য । এই হৃদয়বিদারক মৃত্যুর দায় কার? ১) প্রশাসনের - অনুষ্ঠান আয়োজনের অনুমতি দিয়েও নিরাপত্তা নিয়ে উদাসীনতা ? বিশৃঙ্খলা এড়াতে কোনও ব্যবস্থা গ্রহণ না করায় হাজার হাজার দর্শক প্রবেশপত্র ছাড়া প্রবেশ করে ?’’