কলকাতা, 25 জানুয়ারি : সভার মঞ্চ থেকে প্রায় রোজই মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রীকে আক্রমণ করছেন শুভেন্দু অধিকারী৷ বিজেপির এই নেতা এবার টুইট করেও মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন৷ সোমবার দুপুরে তিনি এই টুইট করেন৷
শনিবার ভিক্টোরিয়া মেমোরিয়ালে কেন্দ্রীয় সরকারের তরফে আয়োজন করা হয়েছিল নেতাজি-জয়ন্তী উপলক্ষ্যে পরাক্রম দিবসের অনুষ্ঠান৷ সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও৷ সেখানে বিভিন্ন ছবির মধ্যে এক ফ্রেমে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাজ্যপাল জগদীপ ধনকড় ও কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ধরা পড়েন৷ আর সেই ছবিতে মুখ্যমন্ত্রীকে বেশ পিছনে ও গম্ভীর ভাবে দেখা গিয়েছিল৷