কলকাতা, 12 জানুয়ারি :স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী৷ আন্তর্জাতিক যুব দিবস৷ প্রতি বছরই এই দিনটি বাংলার বিভিন্ন প্রান্তে সাড়ম্বরে পালন করা হয়৷ কিন্তু এবার এই দিনটি ঘিরে দেখা গেল রাজনৈতিক উত্তাপ৷ যা এর আগে কখনও বাঙালি প্রত্যক্ষ করেনি৷ মঙ্গলবার, 12 জানুয়ারি স্বামীজির জন্মজয়ন্তী পালনে দিনভর দড়ি টানাটানি চলল তৃণমূল কংগ্রেস ও ভারতীয় জনতা পার্টির মধ্যে৷ আর এই চাপানউতোর মূল আকর্ষণের কেন্দ্র ছিল সিমলা স্ট্রিট৷ কারণ, এই মুহূর্তে বাংলার সবেচেয়ে আলোচিত যুযুধান দুই নেতা হাজির হয়েছিলেন স্বামীজির জন্মভিটেতে৷
মঙ্গলবার সাতসকালে সেখানে হাজির হন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী৷ আর বেলার দিকে হাজির হন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ এছাড়া দুজনেই এদিন নিজেদের দলের তরফে আয়োজিত পৃথক মিছিলে অংশগ্রহণ করেন৷ শুভেন্দু হাঁটেন শ্যামবাজার থেকে সিমলা স্ট্রিটে স্বামীজির বাড়ি পর্যন্ত৷ আর অভিষেক মিছিল শুরু করেন দক্ষিণ কলকাতায় গোলপার্ক থেকে৷ সেই মিছিল শেষ হয় হাজরায়৷
পরে দুর্গাপুর শিল্পাঞ্চলের বেনাচিতির সভা থেকে স্বামীজির আদর্শের কথা তুলে ধরেন শুভেন্দু অধিকারী৷ পাশাপাশি আক্রমণ শানান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে৷ অভিষেকও হাজরায় সভা করেন৷ সেই সভা থেকে তিনিই স্বামীজির আদর্শের কথা বলেন৷ আর সেই সূত্র ধরে তিনি বিজেপির সমালোচনা করেন৷ বাংলার মণীষীদের বিজেপি অপমান করছে বলেও তিনি এদিন অভিযোগ করেছেন৷