পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Fake vaccine kolkata : ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে কেন্দ্রীয় তদন্ত চেয়ে হর্ষ বর্ধনকে চিঠি শুভেন্দুর - trinamool congress news today

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনকে চিঠি লিখলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তিনি কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তদন্ত করার দাবি জানিয়েছেন ৷ শুক্রবার তিনি এই নিয়ে স্বাস্থ্যসচিবের দ্বারস্থ হয়েছিলেন ৷

suvendu adhikari writes letter to union health minister harsh vardhan on fake vaccine controversy
Fake Vaccine Controversy : ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে কেন্দ্রীয় তদন্ত চেয়ে হর্ষ বর্ধনকে চিঠি শুভেন্দুর

By

Published : Jun 26, 2021, 1:29 PM IST

কলকাতা, 26 জুন : ভুয়ো ভ্যাকসিন কাণ্ড (fake vaccine kolkata) নিয়ে এবার কেন্দ্রীয় সরকারের দ্বারস্থ হলেন বিধানসভার বিরোধী দলনেতা (Leader of Opposition) শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ শনিবার তিনি এই নিয়ে চিঠি দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী (Union Health Minister) হর্ষ বর্ধনকে (Harsh Vardhan) ৷ সেই চিঠিতে তিনি স্পষ্ট জানিয়েছেন যে ভুয়ো ভ্যাকসিন কাণ্ড নিয়ে কলকাতা পুলিশের তদন্তে তিনি আস্থা রাখতে পারছেন না ৷ তিনি চান এই ঘটনায় কেন্দ্রীয় কোনও তদন্তকারী সংস্থার হাতে তদন্তভার তুলে দেওয়া হোক ৷

হর্ষ বর্ধনকে লেখা শুভেন্দু অধিকারীর চিঠি

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে দেওয়া চিঠিতে নন্দীগ্রামের বিধায়ক আশঙ্কা প্রকাশ করেছেন যে এই ঘটনায় রাজ্য প্রশাসনের শীর্ষস্তরের কেউ জড়িত থাকতে পারে ৷ কারণ, এই ঘটনায় ধৃত দেবাঞ্জন দেব নিজেকে আইএএস অফিসার হিসেবে পরিচয় দিয়েছেন ৷ তাছাড়া এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের দিকেও অভিযোগের আঙুল তুলেছেন শুভেন্দু ৷ তাঁর বক্তব্য, শাসক দলের একাধিক নেতা, বিধায়ক, সাংসদের সঙ্গে দেখা গিয়েছে অভিযুক্ত ৷ সেই কারণেই তাঁর মনে হয় যে এর পিছনে তৃণমূল কংগ্রেসের নেতাদের মদত রয়েছে ৷

আরও পড়ুন :Fake Covid Vaccination : অসুস্থ মিমি, মামলা করলেন লাভলি

প্রসঙ্গত, চলতি সপ্তাহের মাঝামাঝি ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের পর্দাফাঁসা হয় ৷ এর পর সময় যত এগিয়েছে, ততই এই নিয়ে চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে ৷ বিজেপি (bjp) শুরু থেকেই এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের (trinamool congress) মদত রয়েছে বলে অভিযোগ করেছে ৷ এই নিয়ে সিবিআই তদন্তের দাবিতেও সরব হয়েছে ৷

হর্ষ বর্ধনকে লেখা শুভেন্দু অধিকারীর চিঠি

গতকাল, শুক্রবার এই ইস্যুতে স্বাস্থ্যভবনে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী ৷ তাঁর সঙ্গে ছিলেন বিজেপির বিধায়ক-সাংসদরা ৷ সেখানেও তাঁরা এই ঘটনা যথাযথ তদন্ত ও সব সত্য সামনে আসার দাবি জানিয়েছিলেন ৷

আরও পড়ুন :Kasba vaccine controversy : নিজের বাবাকেও কি ভুয়ো ভ্যাকসিন দিয়েছিল দেবাঞ্জন ? উঠছে প্রশ্ন

এই ঘটনায় প্রথমে ভুয়ো টিকাকরণ শিবিরের অভিযোগ সামনে এসেছিল ৷ পরে জানা যায় যে ওই শিবিরে দেওয়া করোনার টিকাও জাল ৷ কসবার ওই শিবিরের উদ্বোধন করেন যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী ৷ তিনি ওই শিবির থেকে করোনার টিকার প্রথম ডোজ নেন ৷

মূলত তাঁর অভিযোগের ভিত্তিতেই গোটা বিষয়টি সামনে এসেছে ৷ কিন্তু সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, তিনি অসুস্থ হয়ে পড়েছেন ৷ এদিন ভোরে ডি-হাইড্রেশনের জেরে অসুস্থ হয়ে পড়েন তিনি ৷ সঙ্গে সঙ্গে চিকিৎসককে খবর দেওয়া হয় ৷ আপাতত তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বলে খবর ৷

আরও পড়ুন :Kasba Vaccine Controversy : কসবা টিকা কেলেঙ্কারি নিয়ে সরব শুভেন্দু, স্বাস্থ্য ভবনে জমা স্মারকলিপি

ABOUT THE AUTHOR

...view details