পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Suvendu writes letter to PM: প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে গরহাজির রাজ্যের জেলাশাসকরা, মোদিকে চিঠি শুভেন্দুর - মোদিকে চিঠি শুভেন্দুর

প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে গরহাজির রাজ্যের জেলাশাসকরা ৷ এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu writes letter to PM) ৷

Suvendu Adhikari writes letter to Narendra Modi over non participation of Bengal DMs in PM meeting
প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে গরহাজির রাজ্যের জেলাশাসকরা, মোদিকে চিঠি শুভেন্দুর

By

Published : Jan 25, 2022, 11:58 AM IST

কলকাতা, 25 জানুয়ারি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকা বৈঠকে গরহাজির ছিলেন রাজ্যের জেলাশাসকরা (non participation of Bengal DMs in PM meeting) ৷ সেই নিয়ে এ বার নমোকে চিঠি লিখলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu writes letter to PM)। আজ টুইটে নিজেই একথা জানিয়েছেন তিনি ৷

শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari writes letter to Narendra Modi) টুইটে লিখেছেন, "জেলাশাসকদের গরহাজিরা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলাম । 22 জানুয়ারি ওই বৈঠকে দেশের 190টি জেলার জেলাশাসকরা অংশ নিয়েছিলেন । কিন্ত বাংলার জেলাশাসকরা ওই বৈঠকে ছিলেন না । শুধু কেন্দ্রীয় সরকারের উপর মিথ্যা বঞ্চনার অভিযোগ করে বাংলার মানুষকে ভুল বুঝিয়ে কী লাভ ? কেন্দ্রীয় সরকার সব রকম সহযোগিতার জন্য হাত বাড়ালেও রাজ্য সরকারের মনোভাব ঠিক নেই ।"

শুভেন্দুর টুইট

আরও পড়ুন:Suvendu Attacks Mamata Govt : বিজেপি-বিরোধী দলনেতাকে ভয় পায় রাজ্য সরকার, দাবি শুভেন্দুর

নানা ইস্যুতে নরেন্দ্র মোদি সরকারের সঙ্গে সংঘাত অব্যাহত রাজ্য সরকারের । আইপিএস ক্যডার বিধিতে বদল আনতে কেন্দ্রীয় সরকারের পাঠানো প্রস্তাবের চরম বিরোধিতা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তার পাল্টা হিসাবেই সরকারের উপর চাপ বাড়াতে শুভেন্দু (Suvendu Adhikari tweet) মোদিকে চিঠি লিখেছেন বলে মনে করা হচ্ছে ।

আরও পড়ুন:প্রধানমন্ত্রী-জেলাশাসকদের বৈঠক হাইজ্যাক করেছেন মমতা, পালটা সরব শুভেন্দু

এবিষয়ে বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন, "মুখ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রীয় কাঠামো মানেন না । কেন্দ্র ও রাজ্যের মধ্যে সু-সম্পর্ক থাকলে বাংলার মানুষেরই সুবিধে হবে । সেই কারণেই অন্যান্য রাজ্যের জেলাশাসকরা প্রধানমন্ত্রীর বৈঠকে উপস্থিত হলেন । কিন্ত বাংলার কোনও জেলাশাসক ছিলেন না । আর মুখ্যমন্ত্রীর নির্দেশ ছাড়া এটা সম্ভব নয় ।’’

ABOUT THE AUTHOR

...view details