কলকাতা, 1 সেপ্টেম্বর :রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) গ্রেফতারির ভয় পাচ্ছেন । সেই জন্যই তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলোর সিবিআই (CBI) তদন্ত চাইছেন । এমনই অভিযোগ তোলা হল রাজ্য সরকারের তরফে ৷ আর এই অভিযোগ তোলা হয়েছে একেবারে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) ৷
বুধবার বিজেপি (BJP) নেতা শুভেন্দু অধিকারীর তরফে দায়ের করা একটি মামলার শুনানিতে এই অভিযোগ তুলেছেন রাজ্য সরকারের (West Bengal Government) অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত ৷ আদালতে দাঁড়িয়ে তিনি দাবি করেছেন, তাঁর (শুভেন্দু) বিরুদ্ধে এফআইআর হয়েছে বলে তিনি ভয় পাচ্ছেন এবং তার জন্য সিবিআই তদন্ত চাইছেন, আইনের দৃষ্টিতে সেটা তো সঠিক নয় । তিনি যে সিবিআই তদন্ত চাইছেন, তার যথাযথ আইনগত ভিত্তি আছে কি না সেটা আদালতের বিচার্য ।
আরও পড়ুন :Kasba Fake Vaccine : ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে কলকাতার বিভিন্ন জায়গায় অভিযান ইডি-র
একই সঙ্গে তাঁর অভিযোগ, শুভেন্দু অধিকারীর বলার ধরন, যেন গোটা রাজ্য ওনার বিরুদ্ধে পক্ষপাতিত্ব করছে । ঠিক কার বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর অভিযোগ সেটা পরিষ্কার নয় । এছাড়া কিশোর দত্ত উল্লেখ করেন, রাজ্যের বিরুদ্ধে শুভেন্দু অধিকারী প্রথম কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন রাজ্যের তরফে তাঁকে দেওয়া নিরাপত্তা কেন তুলে নেওয়া হয়েছে, তা জানতে চেয়ে । অথচ তিনি মনে করেছেন রাজ্য তাঁকে যথাযথ নিরাপত্তা দিতে পারবে না ।
আদালতে অ্যাডভোকেট জেনারেলের সওয়াল, সিআরপিএফ তাঁকে (শুভেন্দু) নিরাপত্তা দিচ্ছে ৷ সেই কারণে রাজ্য সরকার নিরাপত্তা কমিয়ে দেয় । এটা নিয়ে তিনি অভিযোগ করেছিলেন । শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যত অভিযোগ থানায় দায়ের হয়েছে, সেগুলো সবই কোনও না কোনও ব্যক্তি করেছেন । পুলিশ তাঁর বিরুদ্ধে অভিযোগ করেনি । ফলে রাজ্য প্রশাসন তাঁকে হেনস্তা করার চেষ্টা করছে বলে যে অভিযোগ তিনি করেছেন, তা কতটা যথাযথ সেটা আদালতের বিচার্য বিষয় ।