কলকাতা, 20 জুন: বিধানসভায় অগ্নিপথের তীব্র সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Agnipath protest)৷ অভিযোগ করলেন, ‘‘কেন্দ্রের অগ্নিপথ প্রকল্প সেনার নয় ৷ স্বরাষ্ট্র মন্ত্রক এর ঘোষণা করেছে ৷’’ মমতার অভিযোগ, যুবসমাজকে বন্দুক চালানোর লাইসেন্স দেওয়া হচ্ছে ৷ এ দিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ চলাকালীন বিধানসভার অধিবেশন থেকে ওয়াকআউট করে বিজেপি ৷ মুখ্যমন্ত্রী বেলডাঙা, উলুবেড়িয়ার অশান্তির ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷
তাঁর আরও (Suvendu Adhikari Walkout from Assembly During CM Speech) অভিযোগ, বিজেপি বিধায়কদের উদ্দেশ্য করে হুমকি দিয়েছেন মমতা ৷ শুভেন্দু বলেন, মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেছেন, ‘‘এসএসসি’র দুর্নীতি মামলায় চাকরি খোয়ানো শিক্ষকদের বিজেপি বিধায়কদের বাড়িতে পাঠিয়ে ঘেরাও করানো হবে ৷’’ প্রসঙ্গত, এ দিন অগ্নিপথ ইস্যুতে বেকারত্ব প্রসঙ্গটি বিধানসভায় তোলেন মুখ্যমন্ত্রী ৷ আর সেই প্রসঙ্গেই রাজ্যের এসএসসি-র চাকরি খোয়ানো বেকারদের বিজেপি বিধায়ক এবং সাংসদদের বাড়িতে পাঠানোর কথা বলেন মমতা ৷
মুখ্য়মন্ত্রী অভিযোগ করেন, অগ্নিপথ সেনার কোনও প্রকল্প নয় ৷ এটি স্বরাষ্ট্রমন্ত্রকের ঘোষণা ৷ মমতার অভিযোগ, 24-এর লোকসভা নির্বাচনকে মাথায় রেখে 4 বছরের জন্য সেনায় নিয়োগ হচ্ছে ৷ দেশের যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা করছে বিজেপি ৷ অভিযোগ করেন, চার বছর পর বেকার হয়ে ঘুরতে হবে সবাইকে ৷ কিন্তু, তাঁদের কোনও ভবিষ্যৎ নেই ৷ শুধু বন্দুক চালানোর লাইসেন্স পাইয়ে দেওয়া হচ্ছে ৷ এর পরেই বিধানসভায় শোরগোল শুরু করেন শুভেন্দু-সহ অন্যান্য বিজেপি বিধায়করা ৷
আরও পড়ুন:Agnipath Scheme Protest : অগ্নিপথ বিরোধী আন্দোলনের জন্য দায়ী কংগ্রেস আর সপা ! দাবি যোগীর মন্ত্রীর