পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Mamata-Suvendu : হার নিশ্চিত জেনেই রাজ্যসভার ভোট থেকে সরে দাঁড়ানো ঘোষণা শুভেন্দুর - Rajyasabha By-Election

বৃহস্পতিবার বেলা পৌনে বারোটা নাগাদ একটি টুইট করেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ সেখানেই এই গুরুত্বপূর্ণ ঘোষণা করেন এই বিজেপি নেতা ৷

suvendu adhikari tweeted that bjp will not put up any candidate in rajyasabha by election in west bengal
Mamata-Suvendu : মমতার কাছে হার নিশ্চিত জেনেই গুরুত্বপূর্ণ ঘোষণা শুভেন্দুর

By

Published : Jul 29, 2021, 3:46 PM IST

কলকাতা, 29 জুলাই : মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দল তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) কাছে হার নিশ্চিত ৷ আর তা বুঝেই রাজ্যসভার ভোট থেকে সরে আসার সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ বৃহস্পতিবার বেলা পৌনে 12টা নাগাদ টুইট করে তিনি এই ঘোষণা করেন ৷

প্রসঙ্গত, আগামী 9 অগস্ট পশ্চিমবঙ্গে রাজ্যসভার একটি আসনে উপনির্বাচন (Rajyasabha By-Election) ৷ দীনেশ ত্রিবেদীর (Dinesh Trivedi) ছেড়ে যাওয়া আসনে ওই উপনির্বাচন হবে ৷ তৃণমূল কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে প্রাক্তন আমলা জহর সরকারকে (Jawhar Sircar) ৷ তিনি গতকাল, বুধবার মনোনয়ন পেশ করেন ৷ আজ, বৃহস্পতিবার মনোনয়ন পেশ করার শেষদিন ছিল ৷

আরও পড়ুন :Mamata-Sharad : মুলায়মের মতোই কি শরদ পাওয়ারও সরে গেলেন মমতার পাশ থেকে ?

এই উপনির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর থেকে জল্পনা চলছিল যে ভারতীয় জনতা পার্টি (BJP) কি প্রার্থী দেবে ? কারণ, রাজ্যসভার ভোটের নিয়ম অনুযায়ী দলের নির্দেশ অমান্য করে কেউ ভোট দিলে তাঁর বিধায়ক পদ বাতিল হয়ে যায় ৷ সেই ক্ষেত্রে মুকুল রায় (Mukul Roy) বিজেপি প্রার্থীকে ভোট না দিলে তাঁর বিধায়ক পদ বাতিল হয়ে যাবে ৷

তাই কৌশলে মুকুল রায়কে চাপে ফেলতেই বিজেপি এমন পদক্ষেপ করবে বলে মনে করা হচ্ছিল ৷ তাই এদিন বিধানসভায় বিজেপির তরফে কেউ মনোনয়ন জমা দিতে যান কি না, সেই দিকেই নজর ছিল রাজ্যের রাজনৈতিক মহলের ৷

আরও পড়ুন :Jawhar Sircar : রাজ্যসভার নির্বাচনে মনোনয়ন পেশ তৃণমূলের প্রার্থী জহর সরকারের

কিন্তু জল্পনায় জল ঢেলে দিলেন বিধানসভার বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারী ৷ তিনি টুইট করেন, ‘‘আজ রাজ্যসভায় উপনির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষদিন ৷ বিজেপি ওই আসনের জন্য কোনও প্রার্থী দিচ্ছে না ৷ ফলাফল কী হবে তা ঠিক হয়ে আছে এবং সবাই তা জানে ৷ এই যুক্তিহীন সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে ৷’’

এখানে উল্লেখ করা প্রয়োজন যে, দীনেশ ত্রিবেদী তৃণমূল কংগ্রেসের সাংসদ হিসেবে রাজ্যসভায় গিয়েছিলেন 2020 সালের মার্চে ৷ তার পর 2021 সালের মার্চে তিনি ওই পদ থেকে ইস্তফা দেন ৷ কয়েকদিন পর বিজেপিতে যোগদান করেন ৷

আরও পড়ুন :Mamata-Rahul : একদিকে মমতা, অন্যদিকে রাহুল ; এভাবে মোদিকে হারানো সম্ভব ?

তাই দীনেশের ছেড়ে যাওয়া আসনে তৃণমূলেরই জয় নিশ্চিত ৷ সেই কারণেই টুইটে শুভেন্দু লিখেছেন, ‘‘ফলাফল কী হবে তা ঠিক হয়ে আছে এবং সবাই তা জানে ৷’’ সেই কারণেই বিজেপি প্রার্থী দেওয়া থেকে সরে গেল বলে মনে করা হচ্ছে ৷

ABOUT THE AUTHOR

...view details