কলকাতা, 6 ডিসেম্বর :হাওড়ার পৌরভোট ইস্যুতে রাজ্যপাল জগদীপ ধনকরের পাশে দাঁড়ালেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari Supports Governor Jagdeep Dhankhar on Howrah Municipal Election Issue) ৷ সোমবার তিনি বলেন, "হাওড়া পৌরসভার ভোট না হওয়ার জন্য রাজ্য সরকার দায়ী ৷ তারাই 2016 সালে হাওড়া পৌরসভার সঙ্গে বালিকে এক করেন, আবার 2021 সালে রাজ্য সরকারই বালি থেকে হাওড়া থেকে আলাদা করতে চাইছে ৷ এই নিয়ে বিল তৈরি করেছে৷ রাজ্যপাল এই সিদ্ধান্তের পিছনে কী কারণ আছে তা জানতে চেয়েছেন ৷ রাজ্য তা বলে দিলেই বিষয়টার নিষ্পত্তি হয়ে যায় ৷ "
হাওড়ার পৌরভোট ইস্যুতে রাজ্যপাল জগদীপ ধনকরকে কাঠগড়ায় তুলেছিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্য়োপাধ্যায় ৷ সোমবার তিনি বলেন, রাজ্যপাল হাওড়া পৌরবিলে অনুমোদন না দেওয়ায় কলকাতা পৌরসভার সঙ্গে হাওড়ায় ভোট একসঙ্গে করা গেল না ৷ এই ইস্যুতেই এবার রাজ্যপালের পাশে দাঁড়ালেন শুভেন্দু ৷