কলকাতা, 19 ডিসেম্বর : বাংলায় ন্যূনতম গণতন্ত্র নেই । উত্তর কোরিয়ার মতো শাসন চলছে । ভোটের নামে প্রহসন হয়েছে বলে অভিযোগ আনলেন বিরোধী দলনেতা (BJP alleges rigging in KMC Election) । নির্বাচন কমিশনের বাইরে এদিন শুভেন্দু পুলিশের বিরুদ্ধে তাঁকে শারীরিক হেনস্থার অভিযোগও এনেছেন ৷
কলকাতার পৌর নির্বাচন বাতিলের দাবি জানিয়েছে বিজেপি ৷ সেই দাবিতে রাজ্যপালের সঙ্গে দেখা করেন শুভেন্দু-সহ বিজেপি নেতারা ৷ সেখান থেকে যান নির্বাচন কমিশনেও ৷ রাজভবন এবং রাজ্য নির্বাচন কমিশনের বাইরে এদিন শাসক তৃণমূলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিরোধী দলনেতা ৷ সংবাদমাধ্যমকে শুভেন্দু বলেন, "ভোটের নামে প্রহসন হয়েছে ৷ রাজ্যে নূন্যতম গণতন্ত্র নেই ৷ বাম, কংগ্রেসের মতো তৃণমূলও শূন্যে এসে দাঁড়াবে ৷" রাজ্যে উত্তর কোরিয়ার মতো শাসন চলছে বলেও অভিযোগ করেন তিনি ৷
এদিন রাজভবন থেকে বেরিয়ে বিজেপি নেতারা যান নির্বাচন কমিশনে ৷ সেখানে সংবাদমাধ্যমকে শুভেন্দু জানান, পুলিশ তাঁকে শারীরিক ভাবে হেনস্থা করেছে ৷ তাঁকে ধাক্কা দেওয়া হয়েছে ৷