কলকাতা, 2 জানুয়ারি :কলকাতা-তথা গোটা রাজ্যে করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী হতেই শুরু কাজিয়া ৷ রবিবার রাজ্যের করোনা পরিস্থিতির (Covid surge in Kolkata and West Bengal) জন্য সরাসরি সরকারকেই কাঠগড়ায় তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari slams State Government for Covid surge in West Bengal) ৷ এদিন এই প্রসঙ্গে একটি টুইট করেন তিনি ৷ যার শিরোনাম ‘নবান্নের তৈরি কোভিডের বাড়বাড়ন্ত’ (Nabanna made Covid surge) ৷ নানা সময়ে বহুবার মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) মুখে ‘ম্যান মেড বন্যা’-র (মানুষের তৈরি বন্যা) তত্ত্ব শোনা গিয়েছে ৷ আর এবার খানিকটা তারই পাল্টা ‘নবান্ন মেড কোভিড সার্জ’-এর তত্ত্ব সামনে আনলেন শুভেন্দু ৷
আরও পড়ুন :West Bengal new Covid Guidelines : আগামীকাল থেকে রাজ্যে বন্ধ স্কুল-কলেজ, সন্ধের পর বন্ধ লোকাল ট্রেনও
করোনার নবতম সংস্করণ ওমিক্রন (Omicron Variant) নিয়ে আগেই সতর্ক করেছিলেন বিশেষজ্ঞরা ৷ তারপরও হুঁশ ফেরেনি আমজনতার ৷ বড়দিন থেকে নববর্ষের উৎসব পালন, বাদ যায়নি কোনও কিছুই ৷ এমনকী, রাজ্য সরকারের তরফেও এই সময়ে নাইট কার্ফু শিথিল করা হয় ! ফলে পুলিশের কড়াকড়ি থাকলেও কোভিডবিধি ভেঙে উচ্ছ্বাসে গা ভাসাতে দেখা গিয়েছে অসংখ্য মানুষকে ৷ আর তারপরই চড়চড়িয়ে বেড়েছে কোভিডের সংক্রমণ ৷