কলকাতা, 25 জুলাই: এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ডে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ইডি'র গ্রেফতারির প্রায় 2 দিন পর এই বিষয়ে মুখ খুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সোমবার বঙ্গভূষণ এবং বঙ্গবিভূষণ সম্মাননা প্রদানের মঞ্চে মুখ্যমন্ত্রী 'মনের কথা' বলার পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাঁকে বিঁধলেন (Suvendu Adhikari criticises Mamata Banerjee) ৷
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানিয়েছেন, 2021 বিধানসভা নির্বাচনে তাঁকে হারাতে সারাদেশ উঠে এসেছিল । এমনকি তাঁর পাও ভেঙে দেওয়া হয় । এবার এই মন্তব্যের পালটা জবাব দিলেন শুভেন্দু অধিকারী ৷ তাঁর দাবি, নিজের এবং অভিষেক বন্দোপাধ্যায়ের স্বার্থ বাঁচাতে মমতা বন্দ্যোপাধ্যায় হত্যাও করতে পিছপা হবেন না । শুভেন্দু অধিকারী বলেন, "আমাকে নন্দীগ্রামে তিনি ব্যক্তিগত আক্রমণ করেছেন । আমার মা অসুস্থ এবং আমার বাবা প্রবীণ ব্যক্তি ৷ তিনি তিনবার আমার বাড়িতে সিআইডি পাঠিয়েছেন । তিনি সবসময় একটা অঙ্ক কষে চলেন । সব সময় তাঁর নিজের এবং ভাইপোর স্বার্থ সুরক্ষিত রাখাটাই তাঁর মেন এজেন্ডা । তার জন্য তিনি যেকোনও লোককে হত্যাও করাতে পারেন ।"