কলকাতা, 13 অক্টোবর: মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুত তাজপুরের ডিপ সি পোর্ট (Tajpur deep sea port) একেবারে ঢপের চপ । 2024 লোকসভা নির্বাচনকে সামনে রেখে তাজপুরের ডিপ সি পোর্ট নিয়ে মিথ্যা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিধানসভার বাইরে এই ভাষাতেই মমতা বন্দ্যোপাধ্যায় তথা রাজ্য সরকারকে আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী (Suvendhu Adhikari slams Mamata Banerjee) ৷
প্রসঙ্গত, বুধবার আদানি গোষ্ঠীর (Adani Group) হাতে বন্দর তৈরির অনুমতি পত্র তুলে দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে ৷ কিন্তু বিরোধী দলনেতার প্রশ্ন, "এই পোর্ট বানাতে গেলে ওয়ার হাউজ এবং করিডর তৈরি করতে হয়। তার জন্য জমির প্রয়োজন। সেই জমি কোথায়? পোর্ট বানাতে ফ্রেট করিডোরের প্রয়োজন পড়ে অর্থাৎ রেললাইন লাগে। দিঘায় 30 কিমি মেরিন ড্রাইভ উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী তা তো হরিবোল হয়ে গিয়েছে। মেরিন ড্রাইভের গার্ড ওয়ালের পর থেকে সব জমি বেসরকারি জমি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি হল তিনি কোনওরকম ব্যক্তি মালিকানার জমি অধিগ্রহণ করবেন না।"