কলকাতা, 13 নভেম্বর : রাজ্যসভার উপনির্বাচনে (Rajyasabha Bye Election) তৃণমূল কংগ্রেস প্রার্থীর নাম ঘোষণা করতেই, তা নিয়ে সরব হলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা সরাসরি তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ৷ তাঁর অভিযোগ, পশ্চিমবঙ্গের রাজ্যসভার আসনগুলিকে ‘বহিরাগতদের’ হাতে তুলে দেওয়া হচ্ছে ৷
এদিন তৃণমূলের (Trinamool Congress) তরফে প্রার্থীর নাম ঘোষণা হওয়ার পরই টুইটে পালটা সরব হন নন্দীগ্রামের (Nandigram) বিধায়ক ৷ তবে সেখানে তিনি মমতার নাম লেখেননি ৷ বরং যে স্লোগানে ভর করে মুখ্যমন্ত্রী হওয়ার হ্যাটট্রিক করেছেন মমতা, সেই ‘বাংলা নিজের মেয়েকেই চায়’ থেকে ‘বাংলার মেয়ে’ শব্দ দু’টি ব্যবহার করেছেন টুইটে ৷
আরও পড়ুন :Mahua Moitra : গোয়ায় তৃণমূলের দায়িত্বে মহুয়া
প্রসঙ্গত, শনিবার রাজ্যসভার উপনির্বাচনের জন্য গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরোর (Luizinho Faleiro) নাম ঘোষণা করেছে তৃণমূল ৷ এর আগে অসমের সুস্মিতা দেবকেও (Sushmita Dev) পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় পাঠিয়েছে তৃণমূল ৷ শুভেন্দু এদিন এই দু’জনের নাম ব্যবহার করে প্রশ্ন তুলেছেন, ‘‘এই বঞ্চনার বিরুদ্ধে কেন বাঙালি আওয়াজ তুলবে না ?’’ তাঁর আরও প্রশ্ন, ‘‘এই নেতারা তৃণমূলের টিকিটে অসম ও গোয়ায় জিততে পারবেন না বলে কেন বাংলা তার দাম দেবে ?’’