কলকাতা, 20 মে :ভার্চুয়াল বৈঠকে কথা বলার সুযোগ না পেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ জানিয়েছিলেন যে এতে অত্যন্ত অপমানিত বোধ করেছেন তিনি ৷
এই নিয়ে এবার মুখ্যমন্ত্রীকে পালটা আক্রমণ করলেন বিধানসভার বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারী ৷ তিনি একাধিক টুইট করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন ৷
শুভেন্দু অধিকারীর অভিযোগ, প্রশাসনের প্রতি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও আগ্রহ নেই, তা আবার বোঝালেন ৷ প্রধানমন্ত্রী জেলাস্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন কোভিড পরিস্থিতি নিয়ে৷ সেই বৈঠকের রাজনীতিকরণ করছেন মুখ্যমন্ত্রী ৷
নন্দীগ্রামের বিধায়ক মনে করিয়ে দিয়েছেন যে মুখ্যমন্ত্রীদের নিয়ে প্রধানমন্ত্রীর ডাকা কোনও বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন না ৷ অথচ এখন জেলাশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠককে হাইজ্যাক করার কথা বলছেন ৷ এটাকে তিনি লজ্জাজনক কটাক্ষ করেছেন ৷
যেহেতু জেলাশাসকদের সঙ্গে এদিনের ভার্চুয়াল বৈঠকে প্রধানমন্ত্রী কথা বলেছেন, তাই শুভেন্দু অধিকারী সেই বিষয়টির উপর জোর দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন ৷ টুইটে লিখেছেন, অবিজেপি শাসিত রাজ্যে ছত্তীশগড়, কেরালা, মহারাষ্ট্র, রাজস্থান ও অন্ধ্রপ্রদেশের সাতটি জেলার মধ্যে পাঁচটি জেলা বলার সুযোগ পেয়েছে ৷