কলকাতা, 12 অগস্ট : মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে কটাক্ষ করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ তাঁর অভিযোগ, এই প্রকল্প নিয়ে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) তাদের নির্বাচনী প্রতিশ্রুতি ভঙ্গ করেছে ৷ নিজের অভিযোগের স্বপক্ষে যুক্তি সাজাতে সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2021) তৃণমূলের ইস্তাহারের একটি অংশও তুলে ধরেন তিনি ৷
আরও পড়ুন :Mamata Banerjee : 16 অগস্ট থেকে দুয়ারে সরকার, মিলবে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম
নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর অভিযোগ, নির্বাচনে ইস্তাহারে তৃণমূল কংগ্রেস এই প্রকল্পের নাম দিয়েছিল সামাজিক ন্যায় সুরক্ষা ৷ তখন হাত খরচের বিষয়টি উল্লেখ করা ছিল না ৷ তখন বলা হয়েছিল রাজ্যের 1 কোটি 6 লক্ষ পরিবারকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে ন্যূনতম আয়ের ব্যবস্থা করে দেওয়া হবে ৷
শুভেন্দুর দাবি, সেই হিসেবে রাজ্যের 5 কোটি মহিলার এই প্রকল্পের আওতায় আসা উচিত ৷ কিন্তু 2 কোটির কম মহিলাকে এই প্রকল্পের আওতায় আনা হচ্ছে ৷ প্রায় তিন কোটি মহিলাকে বঞ্চিত করা হচ্ছে ৷ রাজ্য সরকারের এই দ্বিচারিতাকেই ভারতীয় জনতা পার্টি বাংলার মহিলাদের কাছে তুলে ধরতে চায় বলে এদিন তিনি জানান ৷
আরও পড়ুন :Covid Restriction : আপাতত বন্ধ লোকাল ট্রেন, রাজ্যে বিধিনিষেধ বাড়ল 15 দিন
তবে কোনও সরকারের কোনও জনকল্যাণমূলক কাজের বিরোধী বিজেপি (BJP) নয় বলেও তিনি এদিন দাবি করেন ৷ তাঁর কথায়, ‘‘রাজ্যের আর্থিক অবস্থাকে সুরক্ষিত করে বিভিন্ন স্তরে কর্মচারী থেকে অসংগঠিত শ্রমিক, চুক্তির ভিত্তিতে কাজ করা লোক থেকে অস্থায়ী শ্রমিক প্রত্যেকের প্রাপ্য সম্মান-মর্যাদা, ডিএ-পেনশনার্স এবং বিশেষ করে শূন্যপদগুলি পূরণ করে বেকার যুবক যুবতীদের মুখে হাসি ফুটিয়ে যে কোনও জনকল্যাণমূলক প্রকল্প চালু করলে ভারতীয় জনতা পার্টির আপত্তি থাকে না এবং সেটা যদি ডায়রেক্ট বেনিফিট ট্রান্সফার হয় ৷’’