কলকাতা, 3 জুন : কামারকুন্ডু স্টেশনের কাছে তৈরি রেল ব্রিজের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) ৷ শুক্রবার বিকেলে ওই রেলব্রিজের উদ্বোধন করেন তিনি ৷ যদিও এই নিয়ে দিনভর চলল রাজনৈতিক তরজা (Kamarkundu Rail Bridge Inauguration Controversy) ৷ এই ইস্যুতে টুইটারে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Bengal Opposition Leader Suvendu Adhikari) ৷
প্রসঙ্গত, এই রেল ওভারব্রিজ রাজ্য ও রেলের যৌথ উদ্যোগে সম্পন্ন হয়েছে । এই ওভারব্রিজ নির্মাণে রেলের তরফে 60 শতাংশ ও রাজ্যের তরফে 40 শতাংশ অর্থ খরচ করা হয়েছে । পূর্ব রেল সূত্রে খবর, এই রেল ওভার ব্রিজ তৈরি করতে খরচ হয়েছে 46 কোটি 86 লক্ষ টাকা । রেলের তরফে দেওয়া হয়েছে 26 কোটি 07 লক্ষ টাকা । রাজ্যের তরফে দেওয়া হয়েছে 18 কোটি 16 লাখ টাকা । এছাড়া, রেল সেখানে চালু করছে একটা সাবওয়ে ৷ কারণ, রেল ওভারব্রিজ চালু হয়ে যাওয়ায় সেখানে রেলের নিয়মানুযায়ী লেভেল ক্রসিং গেট থাকবে না । সাধারণের দাবি অনুযায়ী, সেখানে একটা সাবওয়ে হবে । সেই সাবওয়ে তৈরিতেই 6 কোটি টাকা দেবে রেল ।
এদিন এই নিয়েই সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তিনি ফেসবুকে লিখেছেন, হুগলি জেলার কামারকুন্ডু রেল স্টেশনের পাশে এই ফ্লাইওভার নির্মাণ করতে খরচ হয়েছে 44.86 কোটি টাকা । পূর্ব রেলের তরফে খরচ হয়েছে 13.35 কোটি টাকা, কেন্দ্রীয় সরকার তথা রেল মন্ত্রকের অধীনস্ত সংস্থা - ডেডিকেটেড ফ্রেট করিডর কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (Dedicated Freight Corridor Corporation of India Ltd)-এর তরফে 13.35 কোটি টাকা (অর্থাৎ কেন্দ্রীয় সরকারের তরফে মোট 26.70 কোটি টাকা) এবং পশ্চিমবঙ্গ সরকারের তরফে 18.16 কোটি টাকা খরচ হয়েছে ।
তিনি জানান, এই ফ্লাইওভার নির্মাণ হওয়ায় স্থানীয় মানুষের রেলগেটে আটকে পড়ার ভোগান্তির অবসান হবে, যাত্রী সুরক্ষা বাড়বে ও হুগলির তারকেশ্বর ও বৈদ্যবাটির মধ্যে যাতায়াতের পথ সুগম হবে । ভারত সরকারের রেলমন্ত্রক ফ্লাইওভার নির্মাণের সিংহভাগ খরচ বহন করলেও উদ্বোধনী অনুষ্ঠানে রেল মন্ত্রী, রেলওয়ে কর্তৃপক্ষ কোনও আমন্ত্রণ পাননি । অথচ সবক্ষেত্রে যুক্তরাষ্ট্রীয় কাঠামো নিয়ে পাঠ দেওয়া তথাকথিত 'বাংলার মেয়ে' সুযোগ বুঝে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর সৌজন্যতাকে নষ্ট করতে পিছপা হলেন না । আজ নিজে সিঙ্গুর থেকে একতরফা এবং অনৈতিক ভাবে ফ্লাইওভারের উদ্বোধন করবেন (তখনও উদ্বোধন হয়নি) ।