কলকাতা, 6 অক্টোবর : মালবাজারে দুর্গাপুজোর বিসর্জন চলাকালীন হড়পা বানের আটজনের মৃত্যুতে (Malbazar Flash Flood Accident) রাজ্য সরকারকেই দায়ী করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ বুধবার রাতে মালবাজারের ওই ঘটনাটি ঘটে ৷ তার পর থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত এই নিয়ে একাধিক টুইট করেছেন বিরোধী দলনেতা ৷
তাঁর অভিযোগ, জলপাইগুড়ির (Jalpaiguri) বিপর্যয়ের সম্পূর্ণ দায় প্রশাসনের ওপর বর্তায় । তাঁর দাবি, এই নিয়ে তিনি রাজনীতি করছেন না ৷ বরং প্রকৃত বাস্তব তুলে ধরছেন ৷ তিনি এই সংক্রান্ত কয়েকটি খবরের ছবি পোস্ট করেছেন ৷ যেখানে পুজোই মাল শহরে নদী ভাঙনের আশঙ্কা প্রকাশ করা হয়েছিল ৷
টুইটে তিনি আরও লিখেছেন, ‘‘23 সেপ্টেম্বর মাল নদীর পাশে জমে ওঠা আবর্জনার স্তূপের কথা লেখা হয় । এমনকি পাহাড়ি মাল নদীর গতি পরিবর্তন, জলস্রোত বেড়ে যাওয়া ও হঠাৎ হড়পা বানের প্রবণতার কথা উল্লেখ করে আশঙ্কা প্রকাশ করা হয় । মহকুমা শাসক প্রশাসনিক ভাবে পৌরসভা ও পুলিশকে নিয়ে বিসর্জনঘাট পরিদর্শন করবেন বলেছিলেন ।’’
বিরোধী দলনেতার আরও দাবি, সংশ্লিষ্ট পৌরসভার তরফে এই নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল ৷ কিন্তু তার পরও কোনও কাজ হয়নি ৷ তাঁর প্রশ্ন, ‘‘সবকিছু আগে থেকে জেনেও যদি সাবধানতা অবলম্বন করা গেল না তাহলে দোষ কি সরকার এবং প্রশাসনের নয় ?’’
একই সঙ্গে তিনি এই ঘটনায় আর্থিক সাহায্য কেন ঘোষণা করা হল না, সেই নিয়ে প্রশ্ন তুলেছিলেন ৷ তার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) তরফে যখন নিহতদের পরিবার ও আহতদের আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়, তখন তিনি পালটা প্রশ্ন তোলেন, ‘‘তাহলে মুখ্যমন্ত্রী শীতঘুম ভেঙে মাত্র দু'লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করলেন কেন ? উত্তরপ্রদেশে অথবা কাশ্মীরে যখন মালদা/মুর্শিদাবাদের কেউ অপঘাতে মারা যান, সরকার তো 5 লাখ টাকা করে দিয়েছেন ।’’ এই ঘটনায় তিনি 10 লক্ষ টাকা করে আর্থিক সাহায্যেরও দাবি তোলেন ৷
যদিও তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) তরফেও এই নিয়ে শুভেন্দু অধিকারীর পালটা সমালোচনা করেছেন ৷ শাসক দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের কটাক্ষ, এই ইস্যুতে শুভেন্দু অধিকারী শকুনের রাজনীতি করছেন ৷
আরও পড়ুন :মাল নদীতে হড়পা বানের ঘটনায় আর্থিক সাহায্যের ঘোষণা মমতা-মোদির