কলকাতা, 13 সেপ্টেম্বর:এই রাজ্যকে উত্তর কোরিয়া বানিয়ে দিয়েছে লেডি কিম (Suvendu Slams Mamata)৷ তাঁকে না সরানো পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে হবে (Lady Kim)৷ বিজেপির নবান্ন অভিযানের মিছিল থেকে আটক হওয়ার পর লালবাজার থেকে এই ভাষাতেই তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ এ দিন তিনি কড়া ভাষায় আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রীকে (Suvendu Adhikari)৷
মঙ্গলবার ছিল বিজেপির নবান্ন অভিযান (BJP Nabanna Abhijan) ৷ তিন দিক দিয়ে নবান্ন ঘেরার পরিকল্পনা করেছিল বিজেপি ৷ একটি দিকের মিছিল সাঁতরাগাছি স্টেশন থেকে শুরু হওয়ার কথা ছিল ৷ সেই মিছিলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ৷ তিনি সেদিকে যাওয়ার পথে কলকাতা থেকে বিদ্যাসাগর সেতুতে ওঠার মুখে আটকে যান ৷ শুভেন্দুকে আটক করে লালবাজারে নিয়ে যায় পুলিশ ৷ তাঁর পাশাপাশি আটক করা হয় বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় ও রাহুল সিনহাকেও ৷
লালবাজার থেকে ফেসবুকে লাইভ করেন লকেট ৷ সেই সময় ফেসবুক লাইভের মাধ্যমে তিনি তুলে ধরেন শুভেন্দুর বক্তব্য ৷ মমতাকে তীব্র আক্রমণ করে বিরোধী দলনেতা বলেন, "আন্দোলন করে যেতে হবে ৷ উত্তর কোরিয়া বানিয়ে দিয়েছে ৷ লেডি কিমকে না সরানো পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যেতে হবে ৷ ভাইপোকে জেলে ঢোকাতে হবে ৷ সঙ্গে কিছু আইপিএসকেও ৷ যারা কয়লা ও গরুর টাকা খেয়েছে ৷ জ্ঞানবন্ত সিং আজ লেডি ফোর্স দিয়ে অ্যাসল্ট করিয়েছে ৷ আমাদের মিছিলে যেতে দেয়নি ৷ জোর করে আটক করেছে ৷"