কলকাতা, 1 অগাস্ট : কয়েকদিন আগেই তৃণমূলের সাংগঠনিক রদবদল হয়েছে । আর গতকাল ছিল সমন্বয় কমিটির প্রথম বৈঠক । সমন্বয় কমিটি ও স্টিয়ারিং কমিটি, দু'টিতে থাকা সত্ত্বেও বৈঠকে ছিলেন না শুভেন্দু অধিকারী । তাঁর বৈঠক এড়ানো নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে । যদিও তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, "শুভেন্দু সহ চার নেতা অনুপস্থিত থাকার কথা দলকে আগেই জানিয়েছিল ।"
তৃণমূলের সমন্বয় কমিটির প্রথম বৈঠকে গরহাজির শুভেন্দু
শুভেন্দু অধিকারী সহ চার নেতা দলের সমন্বয় কমিটির বৈঠকে অনুপস্থিত ছিলেন । তা নিয়েই শুরু হয়েছে জল্পনা ।
2021-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কয়েকদিন আগেই সংগঠনে ব্যাপক রদবদল ঘটিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । 21 জনের একটি সমন্বয় কমিটিও গঠন করেছেন । তাঁরা জেলার নেতা-কর্মীদের মধ্যে সার্বিক সমন্বয় তৈরি করে কাজ করবেন । সেই কমিটি থেকে আবার সাতজনকে নিয়ে স্টিয়ারিং কমিটি গড়া হয়েছে । শুক্রবার এই সমন্বয় কমিটির প্রথম বৈঠক ছিল তৃণমূল ভবনে । বৈঠকে ছিলেন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পরামর্শদাতা প্রশান্ত কিশোর সহ অন্যরা । তবে উল্লেখযোগ্যভাবে বৈঠকে উপস্থিত হননি শুভেন্দু অধিকারী সহ চারজন ।
বেশ কয়েকদিন ধরেই শুভেন্দু অধিকারীর অবস্থান নিয়ে একাধিক জল্পনা ছড়িয়েছিল । আর তার মাঝেই গুরুত্বপূর্ণ এই কমিটির বৈঠকে তাঁর অনুপস্থিতি সেই জল্পনাই আরও একবার উসকে দিয়েছে । জল্পনা ছড়িয়েছে আরও তিনজনের অনুপস্থিতি নিয়েও । যদিও দেবু টুডু কোয়ারানটিনে থাকায় উপস্থিত হতে পারেননি । আর বাকিরা নাকি দলকে আগেই জানিয়েছিল ।