পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Suvendu Adhikari: শাহরুখকে সরিয়ে সৌরভকে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসডর করুন মমতা, দাবি শুভেন্দুর - প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly) নিয়ে ভারতীয় ক্রিকেট প্রশাসনে যে বিতর্ক তৈরি হয়েছে, সেখানে প্রিন্স অফ ক্যালকাটার পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) ৷ আর সৌরভকে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসডর (Brand Ambassador of Bengal) করার দাবি তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷

Suvendu Adhikari says Mamata Banerjee should Remove Shah Rukh Khan and make Sourav Ganguly brand ambassador of Bengal
Suvendu Adhikari: শাহরুখকে সরিয়ে সৌরভকে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসডর করুন মমতা, দাবি শুভেন্দুর

By

Published : Oct 17, 2022, 4:21 PM IST

Updated : Oct 17, 2022, 4:48 PM IST

কলকাতা, 17 অক্টোবর : বিসিসিআই (BCCI)-এর সভাপতি পদ থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) অপসারণের ইস্যুতে সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Bengal CM Mamata Banerjee) ৷ সৌরভকে রাজনীতির বাইরে রাখার আবেদন জানিয়েছেন ৷ এবার ওই একই ইস্যুতে মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷

তিনি সৌরভকে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসডর (Brand Ambassador of Bengal) করার দাবি তুলেছেন ৷ তাঁর বক্তব্য, শাহরুখ খানকে (Shah Rukh Khan) সরিয়ে সৌরভকে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসডর করা উচিত ৷ সৌরভের পাশে থাকতে এই পদক্ষেপ মমতার করা উচিত বলেও দাবি করেছেন বিজেপির (BJP) এই নেতা ৷

প্রসঙ্গত, এদিনই সৌরভের পাশে দাঁড়িয়েছেন মমতা (Mamata bats for Sourav) ৷ সৌরভকে আইসিসি-তে পাঠানোর জন্য সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) হস্তক্ষেপ দাবি করেছেন ৷ মমতা বলেছেন, ‘‘ভারতবর্ষ থেকে একজন মাত্র আইসিসিতে (ICC) এমপ্যানেলড । আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, আইসিসিতে সৌরভকে পাঠানোর ক্ষেত্রে হস্তক্ষেপ করুন । তাঁর সঙ্গে অন্যায় করা হয়েছে ।’’

পাশাপাশি সৌরভ ক্রিকেট বোর্ড থেকে বাদ গেলেও অমিত শাহের (Amit Shah) ছেলে জয় শাহ কীভাবে থেকে গেলেন, সেই প্রশ্নও তোলেন মমতা ৷ তিনি বলেন, ‘‘কোর্টের অর্ডারে তিন বছরের জন্য প্রশাসন সামলানোর সুযোগ যেমন সৌরভকেও দেওয়া হয়েছিল । একই ভাবে দেওয়া হয়েছিল অমিত শাহের ছেলেকেও । কিন্তু কেন জানি না কী কারণে অমিতবাবুর ছেলে রয়ে গেলেন সৌরভ বাদ ।’’

যদিও শুভেন্দুর দাবি, এসব বলে আসলে মমতা গোটা বিষয়টি নিয়ে রাজনীতি করতে চাইছেন ৷ তাই শুভেন্দুর বক্তব্য, ‘‘এই নিয়ে রাজনীতি করবেন না ৷ প্রধানমন্ত্রী মোদিকে এসবের বাইরে রাখুন ৷’’

আরও পড়ুন :সৌরভকে আইসিসি-র চেয়ারম্যান মনোনীত করুক বিসিসিআই, মোদিকে আর্জি মমতার

Last Updated : Oct 17, 2022, 4:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details