পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Suvendu Adhikari: শাহরুখকে সরিয়ে সৌরভকে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসডর করুন মমতা, দাবি শুভেন্দুর

সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly) নিয়ে ভারতীয় ক্রিকেট প্রশাসনে যে বিতর্ক তৈরি হয়েছে, সেখানে প্রিন্স অফ ক্যালকাটার পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) ৷ আর সৌরভকে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসডর (Brand Ambassador of Bengal) করার দাবি তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷

Suvendu Adhikari says Mamata Banerjee should Remove Shah Rukh Khan and make Sourav Ganguly brand ambassador of Bengal
Suvendu Adhikari: শাহরুখকে সরিয়ে সৌরভকে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসডর করুন মমতা, দাবি শুভেন্দুর

By

Published : Oct 17, 2022, 4:21 PM IST

Updated : Oct 17, 2022, 4:48 PM IST

কলকাতা, 17 অক্টোবর : বিসিসিআই (BCCI)-এর সভাপতি পদ থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) অপসারণের ইস্যুতে সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Bengal CM Mamata Banerjee) ৷ সৌরভকে রাজনীতির বাইরে রাখার আবেদন জানিয়েছেন ৷ এবার ওই একই ইস্যুতে মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷

তিনি সৌরভকে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসডর (Brand Ambassador of Bengal) করার দাবি তুলেছেন ৷ তাঁর বক্তব্য, শাহরুখ খানকে (Shah Rukh Khan) সরিয়ে সৌরভকে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসডর করা উচিত ৷ সৌরভের পাশে থাকতে এই পদক্ষেপ মমতার করা উচিত বলেও দাবি করেছেন বিজেপির (BJP) এই নেতা ৷

প্রসঙ্গত, এদিনই সৌরভের পাশে দাঁড়িয়েছেন মমতা (Mamata bats for Sourav) ৷ সৌরভকে আইসিসি-তে পাঠানোর জন্য সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) হস্তক্ষেপ দাবি করেছেন ৷ মমতা বলেছেন, ‘‘ভারতবর্ষ থেকে একজন মাত্র আইসিসিতে (ICC) এমপ্যানেলড । আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, আইসিসিতে সৌরভকে পাঠানোর ক্ষেত্রে হস্তক্ষেপ করুন । তাঁর সঙ্গে অন্যায় করা হয়েছে ।’’

পাশাপাশি সৌরভ ক্রিকেট বোর্ড থেকে বাদ গেলেও অমিত শাহের (Amit Shah) ছেলে জয় শাহ কীভাবে থেকে গেলেন, সেই প্রশ্নও তোলেন মমতা ৷ তিনি বলেন, ‘‘কোর্টের অর্ডারে তিন বছরের জন্য প্রশাসন সামলানোর সুযোগ যেমন সৌরভকেও দেওয়া হয়েছিল । একই ভাবে দেওয়া হয়েছিল অমিত শাহের ছেলেকেও । কিন্তু কেন জানি না কী কারণে অমিতবাবুর ছেলে রয়ে গেলেন সৌরভ বাদ ।’’

যদিও শুভেন্দুর দাবি, এসব বলে আসলে মমতা গোটা বিষয়টি নিয়ে রাজনীতি করতে চাইছেন ৷ তাই শুভেন্দুর বক্তব্য, ‘‘এই নিয়ে রাজনীতি করবেন না ৷ প্রধানমন্ত্রী মোদিকে এসবের বাইরে রাখুন ৷’’

আরও পড়ুন :সৌরভকে আইসিসি-র চেয়ারম্যান মনোনীত করুক বিসিসিআই, মোদিকে আর্জি মমতার

Last Updated : Oct 17, 2022, 4:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details