কলকাতা, 18 জুলাই: শিয়ালদা মেট্রো স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে নিমন্ত্রণ বিতর্কের (Invitation Controversy) রেশ এখনও কাটেনি ৷ তারই মধ্যে সামনে এল নতুন বিতর্ক ৷ 'নিমন্ত্রণ না পেয়ে' অন্তর্বর্তীকালীন রাজ্যপালের শপথগ্রহণ অনুষ্ঠানে থাকবেন না বলে জানিয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) !
ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে ইস্তফা দিয়েছেন জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) ৷ তাঁর জায়গায় নতুন কেউ স্থায়ীভাবে দায়িত্ব নেওয়ার আগে মণিপুরের রাজ্যপাল লা গণেশনকে (Manipur Governor La Ganesan) পশ্চিমবঙ্গের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে ৷ সেই অনুসারে, সোমবার সন্ধে সাড়ে ছ'টায় রাজভবনে অন্তর্বর্তীকালীন রাজ্যপাল হিসাবে শপথ গ্রহণ করবেন লা গণেশন ৷ কিন্তু, সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না শুভেন্দু অধিকারী ৷ কেন এই সিদ্ধান্ত ? এ নিয়ে প্রশ্ন করা হলে শুভেন্দু জানান, এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য তাঁকে সরকারের তরফে নিমন্ত্রণ জানানো হয়নি ৷ সেই কারণেই ওই অনুষ্ঠানে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি ৷ তবে, অন্তর্বর্তীকালীন রাজ্যপালের শপথ গ্রহণে উপস্থিত না থাকলেও তাঁকে অভিনন্দন জানাতে ভোলেননি শুভেন্দু ৷ টুইটারে লা গণেশনকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি ৷
আরও পড়ুন:Bengal Governor: ধনকড়ের ইস্তফা গ্রহণ রাষ্ট্রপতির, মণিপুরের সঙ্গে বাংলারও রাজ্যপালের দায়িত্বে গণেশন