পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

নন্দীগ্রাম মামলা অন্য হাইকোর্টে সরানোর আর্জি, সুপ্রিম কোর্টে শুভেন্দু

নন্দীগ্রাম ভোট গণনা মামলায় সুপ্রিম কোর্টে শুভেন্দু অধিকারী ৷

s
s

By

Published : Jul 14, 2021, 7:52 PM IST

Updated : Jul 14, 2021, 8:18 PM IST

কলকাতা, 14 জুলাই : কলকাতা হাইকোর্ট থেকে দেশের যেকোনও হাইকোর্টে সরানো হোক নন্দীগ্রাম মামলা ৷ এই দাবি জানিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷

নন্দীগ্রাম ভোট গণনা মামলা নিয়ে নাটকীয় ঘটনাপ্রবাহ অব্যাহত ৷ এর আগে নিরপেক্ষ বিচারের দাবিতে বিচারপতি কৌশক চন্দর এজলাস থেকে মামলা সারানোর দাবি করেছিলেন মামলাকারী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ বিচারপতির চন্দর বিজেপি যোগের কথা তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী ৷ প্রচুর চাপানউতোর শেষে 7 জুলাই নন্দীগ্রাম ভোটগণনা মামলা থেকে সরে দাঁড়ান বিচারপতি চন্দ ৷ কিন্তু মামলাকারী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কলকাতা হাইকোর্টের একজন বিচারপতির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন সেটি ভারতীয় বিচারব্যবস্থার মর্যাদা ক্ষুন্ন করেছে । সেই কারণে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে 5 লাখ টাকা জরিমানার নির্দেশ দেন ।

এর পর কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মামলাটি শুনানির জন্য বিচারপতি শম্পা সরকারের বেঞ্চে পাঠান । আজ শম্পা সরকারের বেঞ্চে মামলাটি শুনানির জন্য উঠেছিল । এদিন বিচারপতি শম্পা সরকার জানান, নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের নির্বাচন সংক্রান্ত সমস্ত নথি সংরক্ষণ করতে হবে নির্বাচন কমিশনকে । পাশাপাশি শুভেন্দু অধিকারীকে নোটিস দিতে হবে মামলাকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে । মামলার পরবর্তী শুনানি আগামী 12 অগস্ট বলে তিনি জানান ৷ যদিও সেই শুনানি নিয়ে এবার সংশয় তৈরি হল ৷ কারণ নন্দীগ্রাম ভোট গণনা মামলার নিরপেক্ষতার প্রশ্নে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷

আরও পড়ুন; নন্দীগ্রাম মামলার পরবর্তী শুনানি 12 অগস্ট, নির্বাচন সংক্রান্ত সমস্ত নথি সংরক্ষণের নির্দেশ

শুভেন্দু অধিকারীর দাবি, কলকাতা হাইকোর্ট থেকে সরিয়ে নন্দীগ্রাম ভোট গণনা মামলা অন্য কোনও হাইকোর্টে সরানো হোক ৷ তাঁর ধারণা, কলকাতা হাইকোর্টে এই মামলার নিরপেক্ষ বিচার পাওয়া যাবে না। তবে সুপ্রিম কোর্টে এই মামলার শুনানির দিনক্ষণ এখনও ধার্য হয়নি।

Last Updated : Jul 14, 2021, 8:18 PM IST

ABOUT THE AUTHOR

...view details