কলকাতা, 10 জুন : নির্বাচনের মাস কয়েক আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী ৷ তখন প্রশ্ন উঠেছিল যে তিনি কি বিজেপির মুখ্যমন্ত্রী-মুখ হতে চলেছেন ? খোলসা করেননি দলের কেন্দ্রীয় নেতারা ৷
ভোটে হেরে যাওয়ায় সেই জল্পনায় ইতি পড়ে যায় ৷ কিন্তু প্রবল ঘাসফুল হাওয়ার মধ্যেও শুভেন্দু অধিকারী ভোটে হারিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷ তাই দলে তাঁর গুরুত্ব বেড়েছে ৷ তাঁকে বিধানসভায় বিরোধী দলনেতা করা হয়েছে ৷
এর পর তাঁর আচমকা দিল্লি সফরের পর প্রশ্ন উঠতে শুরু করেছে যে দলেও কি শুভেন্দুর গুরুত্ব আরও বাড়তে চলেছে ? এবার কি পশ্চিমবঙ্গে তাঁকে সামনে রেখেই তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে চলেছে বিজেপি ?
আরও পড়ুন :40 জন বিজেপি কর্মীকে খুনের কথা প্রধানমন্ত্রীকে জানালেন শুভেন্দু
গেরুয়া শিবিরের দিল্লির একটি সূত্র সেই দিকেই ইঙ্গিত করছে ৷ তাদের বক্তব্য, শুভেন্দুকে মমতা-অভিষেকের বিরুদ্ধে মুখ করার কথা ভাবনাচিন্তা শুরু হয়েছে দলের অন্দরে ৷ যদিও বিজেপির অলিখিত নিয়ম হল, আরএসএস থেকে আসা নেতারাই মুখ্যমন্ত্রী হতে পারেন ৷ সেই প্রথা অবশ্য ভেঙেছেন সর্বানন্দ সোনেওয়াল এবং হিমন্ত বিশ্বশর্মা ৷ তাছাড়া বিরোধী দলনেতার পদও আরএসএসের প্রাক্তনী কোনও নেতাকে এতদিন দেওয়ার চলছিল ৷ শুভেন্দুর ক্ষেত্রে সেই নিয়মেও ছাড় দেওয়া হয়েছে ৷
সম্প্রতি বিজেপির রাজ্য কমিটির বৈঠক ছিল কলকাতায় ৷ সেই বৈঠকের সময় শুভেন্দু দিল্লিতে ছিলেন ৷ এখানে যখন রাজ্য কমিটির নেতারা আলোচনায় ব্যস্ত, তখন দিল্লিতে অমিত শাহ-জেপি নাড্ডা-সহ বিজেপির একাধিক নেতার সঙ্গে বৈঠক করছেন নন্দীগ্রামের বিধায়ক ৷ অন্যদিকে বুধবার তিনি দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ৷