বোলপুর, 1 অগস্ট : "বাবুল কর্মী হিসেবে খারাপ ছিল না, শুভেন্দুর জন্যই সবাই দল ছাড়ছে ৷" মন্তব্য করলেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল । গতকাল নিজের ফেসবুক পেজে রাজনীতিকে "আলবিদা" জানানোর কথা প্রকাশ করে একটি পোস্ট দেন গায়ক-বিজেপি নেতা বাবুল সুপ্রিয় ৷ বিজেপির সাংসদ পদও ছাড়ার ইঙ্গিত দিয়েছেন বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ৷
এবারে বিধানসভা নির্বাচনে তিনি হেরে যান ৷ তার পর থেকে তাঁর রাজনীতিতে থাকা নিয়ে নানারকম কানাঘুষো শোনা যাচ্ছিল ৷ ফেসবুক পোস্টে তিনি সেই জল্পনার অবসান ঘটিয়ে নতুন জল্পনা তৈরি করলেন ৷ তাঁর পোস্টকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা নানা ধরনের মন্তব্য করতে শুরু করেছেন ৷ গতকাল এই প্রসঙ্গে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলও তাঁর মত প্রকাশ করেন ৷
বাবুলের রাজনীতি ছাড়া প্রসঙ্গে
তৃণমূল নেতা অনুব্রত বলেন, "বাবুল বিজেপির একটা মন্ত্রী ছিল ৷ কর্মী হিসেবে খারাপ ছিল না ৷" স্বাভাবিক ভাবে মন্ত্রিত্ব হাতছাড়া হওয়ায় দুঃখ পেয়েছেন বাবুল, জানালেন তৃণমূল নেতা ৷ "আমি জানি না বিজেপি কী রাজনীতি করে, ছেলে হিসেবে তো খারাপ নয়৷ " বাবুল প্রসঙ্গে দাবি অনুব্রতর ৷ তিনি খবরে দেখেছেন, শুনেছেন যে বাবুল সাংসদ পদ ছেড়ে দেবেন ৷ কিন্তু এখনও ছাড়েননি ৷ বাবুল সরকারি ভাবে সাংসদ পদ ছাড়লে "অনেক কথা বলার আছে" বলে বিতর্ক উসকে দিলেন অনুব্রত ৷
বাবুলের মন ভাঙা প্রসঙ্গে
তাঁর দাবি এক সময় বাবুল অনুব্রত মণ্ডলকে বিজেপিতে যোগ দিতে আহ্বান জানিয়েছিলেন । তাঁর উত্তরে পাল্টা অনুব্রত তাঁকে তৃণমূলে যোগ দেওয়ার কথা বলেছিলেন । একুশের নির্বাচনের আগে তো বাবুল সুপ্রিয় রীতিমতো দাপাদাপি করেছেন ৷ তাহলে ? এই প্রসঙ্গেও তিনি একপ্রকার বাবুলকে সমর্থন করে বলেন, "তখন থেকেই তো মন ভেঙে গিয়েছিল ৷ অ্যাকচুয়ালি মনটা তো তখন থেকেই ভেঙেছিল ৷ একজন এমপি-কে এমএলএ সিটে দাঁড় করিয়ে দিয়েছিল ৷"