কলকাতা, 13 সেপ্টেম্বর : তিন দিক দিয়ে নবান্ন ঘেরার পরিকল্পনা ছিল বিজেপির (BJP Nabanna Abhijan) ৷ সেই পরিকল্পনার অঙ্গ হিসেবে হাওড়ার সাঁতরাগাছি থেকে নবান্ন অভিমুখে মিছিলে নেতৃত্ব দেওয়ার কথা ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ৷ কিন্তু সেই পর্যন্ত তিনি পৌঁছাতেই পারলেন না ৷ কলকাতা থেকে বিদ্যাসাগর সেতুতে ওঠার মুখেই তাঁকে আটক করল পুলিশ ৷
মঙ্গলবার পুলিশের ব্যারিকেডে আটকে পড়েন শুভেন্দু অধিকারী ৷ তাঁর সঙ্গে ছিলেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee) ৷ দু’জনেই বেশ কিছুক্ষণ সেখানে ছিলেন ৷ পুলিশের সঙ্গে বচসাও হয় শুভেন্দু অধিকারীর ৷ কেন মহিলা পুলিশ দিয়ে তাঁকে আটক করানো হচ্ছে, সেই প্রশ্নও তোলেন তিনি ৷ মহিলা পুলিশ কর্মীদের উদ্দেশ্যে বারবার ‘ডোন্ট টাচ মি’ বলতে শোনা যায় শুভেন্দুকে ৷ এছাড়া তিনি বলেন, ‘‘ডোন্ট টাচ মাই বডি ৷’’ এটাও তিনি বারবার বলেন ৷