পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Suvendu Adhikari: ডোন্ট টাচ মি, আটক হওয়ার আগে মহিলা পুলিশ কর্মীদের বললেন শুভেন্দু

বিজেপির নবান্ন অভিযানে যোগ দিতে পারলেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ কলকাতা থেকে বিদ্য়াসাগর সেতুতে ওঠার মুখে তাঁকে আটক করে পুলিশ ৷ তাঁর সঙ্গে আটক করা হয় হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়কেও (Locket Chatterjee) ৷

Suvendu Adhikari Detained on way to Nabanna
Suvendu Adhikari: নবান্ন অভিযানের পথে আটক শুভেন্দু অধিকারী

By

Published : Sep 13, 2022, 1:18 PM IST

Updated : Sep 13, 2022, 8:21 PM IST

কলকাতা, 13 সেপ্টেম্বর : তিন দিক দিয়ে নবান্ন ঘেরার পরিকল্পনা ছিল বিজেপির (BJP Nabanna Abhijan) ৷ সেই পরিকল্পনার অঙ্গ হিসেবে হাওড়ার সাঁতরাগাছি থেকে নবান্ন অভিমুখে মিছিলে নেতৃত্ব দেওয়ার কথা ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ৷ কিন্তু সেই পর্যন্ত তিনি পৌঁছাতেই পারলেন না ৷ কলকাতা থেকে বিদ্যাসাগর সেতুতে ওঠার মুখেই তাঁকে আটক করল পুলিশ ৷

মঙ্গলবার পুলিশের ব্যারিকেডে আটকে পড়েন শুভেন্দু অধিকারী ৷ তাঁর সঙ্গে ছিলেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee) ৷ দু’জনেই বেশ কিছুক্ষণ সেখানে ছিলেন ৷ পুলিশের সঙ্গে বচসাও হয় শুভেন্দু অধিকারীর ৷ কেন মহিলা পুলিশ দিয়ে তাঁকে আটক করানো হচ্ছে, সেই প্রশ্নও তোলেন তিনি ৷ মহিলা পুলিশ কর্মীদের উদ্দেশ্যে বারবার ‘ডোন্ট টাচ মি’ বলতে শোনা যায় শুভেন্দুকে ৷ এছাড়া তিনি বলেন, ‘‘ডোন্ট টাচ মাই বডি ৷’’ এটাও তিনি বারবার বলেন ৷

ডোন্ট টাচ মি

পরে শুভেন্দু অধিকারীকে আটক করতে পুরুষ পুলিশ আধিকারিকরা আসেন ৷ তাঁকে আটক করে নিয়ে যাওয়া হয় ৷ তাঁর সঙ্গে আটক করা হয় সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে ৷ তাঁদের প্রিজন ভ্যানে তুলে কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারে (Lalbazar) নিয়ে যাওয়া হয় ৷

আরও পড়ুন :বিজেপির নবান্ন অভিযান ঘিরে সরগরম রাজ্য, সব আপডেট এক ক্লিকে

Last Updated : Sep 13, 2022, 8:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details