কলকাতা, 8 নভেম্বর : ক্লাবগুলিকে অনুদানের নামে যে টাকা দিচ্ছে রাজ্য সরকার, তা আদতে কোন কাজে লাগছে ? ক্যাগের মাধ্যমে সেই তথ্য সামনে আনা হোক ৷ পেট্রল, ডিজেলে কর ছাড়ের দাবি নিয়ে রাস্তায় নামার দিনই অনুদান ইস্যুতে সরব হলেন রাজ্যের বিরধোী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷
আরও পড়ুন :BJP Protest : তেলের দাম কমাক রাজ্য, দাবি আদায়ে পথে বিজেপি
কেন্দ্র আবগারি শুল্ক কমানোয় দাম কমেছে ডিজেল, পেট্রলের ৷ আর তারপরই জ্বালানির দামবৃদ্ধি ইস্যুতে পাল্টা পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে চাপের রাজনীতি শুরু করেছে বিজেপি ৷ তাদের দাবি, কেন্দ্র তার দায়িত্ব পালন করেছে, এবার রাজ্য তার কর্তব্য করুক ৷ পেট্রল, ডিজেলের উপর থেকে ভ্যাট কমানোর দাবি তুলে সরব হয়েছে গেরুয়া শিবির ৷ সোমবার এই ইস্যুকে সামনে রেখেই কলকাতায় দলের সদর কার্যালয় থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মিছিল করার পরিকল্পনা ছিল বিজেপির ৷ কিন্তু, পুলিশের হস্তক্ষেপে তা ভেস্তে যায় ৷ এরপরই সাংবাদিক সম্মেলন করে পুলিশের ভূমিকার তীব্র সমালোচনা করেন বিজেপি নেতারা ৷