পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Suvendu Adhikari : অনুদানের টাকায় কী করেছে ক্লাবগুলি, ক্য়াগ অডিটের দাবি শুভেন্দুর

ক্লাবগুলিকে রাজ্য সরকার যে আর্থিক অনুদান দিচ্ছে, তা কীভাবে ব্যবহার করা হচ্ছে ? সেই তথ্য প্রকাশ্যে আনার দাবি তুললেন রাজ্যের বিরধোী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী ৷ এই বিষয়ে ক্যাগের অডিট দাবি করেছেন তিনি ৷

Suvendu Adhikari demands CAG audit on government grant to clubs
Suvendu Adhikari : অনুদানের টাকায় কী করেছে ক্লাবগুলি, ক্য়াগ অডিটের দাবি শুভেন্দুর

By

Published : Nov 8, 2021, 6:33 PM IST

কলকাতা, 8 নভেম্বর : ক্লাবগুলিকে অনুদানের নামে যে টাকা দিচ্ছে রাজ্য সরকার, তা আদতে কোন কাজে লাগছে ? ক্যাগের মাধ্যমে সেই তথ্য সামনে আনা হোক ৷ পেট্রল, ডিজেলে কর ছাড়ের দাবি নিয়ে রাস্তায় নামার দিনই অনুদান ইস্যুতে সরব হলেন রাজ্যের বিরধোী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷

আরও পড়ুন :BJP Protest : তেলের দাম কমাক রাজ্য, দাবি আদায়ে পথে বিজেপি

কেন্দ্র আবগারি শুল্ক কমানোয় দাম কমেছে ডিজেল, পেট্রলের ৷ আর তারপরই জ্বালানির দামবৃদ্ধি ইস্যুতে পাল্টা পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে চাপের রাজনীতি শুরু করেছে বিজেপি ৷ তাদের দাবি, কেন্দ্র তার দায়িত্ব পালন করেছে, এবার রাজ্য তার কর্তব্য করুক ৷ পেট্রল, ডিজেলের উপর থেকে ভ্যাট কমানোর দাবি তুলে সরব হয়েছে গেরুয়া শিবির ৷ সোমবার এই ইস্যুকে সামনে রেখেই কলকাতায় দলের সদর কার্যালয় থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মিছিল করার পরিকল্পনা ছিল বিজেপির ৷ কিন্তু, পুলিশের হস্তক্ষেপে তা ভেস্তে যায় ৷ এরপরই সাংবাদিক সম্মেলন করে পুলিশের ভূমিকার তীব্র সমালোচনা করেন বিজেপি নেতারা ৷

এই সাংবাদিক বৈঠকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ও তাঁর সরকারের অনুদানের নীতি নিয়ে প্রশ্ন তোলেন বিজেপির রাজ্য নেতারা ৷ এই প্রসঙ্গে শুভেন্দু বলেন, ‘‘অনুদানের নামে ক্লাবগুলিকে লক্ষ লক্ষ টাকা দিয়েছে রাজ্য সরকার ৷ যার অর্ধেক আত্মসাৎ করেছেন স্থানীয় তৃণমূল নেতারা ৷ এই খাতে হাজার কোটি টাকারও বেশি খরচ করা হয়েছে ৷’’ সেই টাকারই হিসাব চেয়েছেন শুভেন্দু ৷ তাঁর দাবি, অনুদানের টাকায় কোন ক্লাব কী কী কাজ করেছে, তা ক্যাগের (CAG) মাধ্যমে অডিট করে দেখা হোক ৷ এমনকী, এই বিষয়টি নিয়ে তিনি প্রধানমন্ত্রীকেও চিঠি লিখবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু ৷

আরও পড়ুন :BJP Agitation : পেট্রোপণ্যের উপর ভ্যাট কমানোর দাবিতে বিধানসভায় বিজেপির বিক্ষোভ

প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্য়ায় ক্ষমতায় আসার পর থেকেই রাজ্য়ের ক্লাবগুলিকে উন্নয়ন খাতে অনুদান দেওয়ার রীতি চালু হয় ৷ যা নিয়ে বিরোধীদের বিস্তর অভিযোগ রয়েছে ৷ তাদের বক্তব্য, ক্লাবগুলিকে হাতে রাখতেই অনুদানের নামে সরকারি টাকা নয়ছয় করা হচ্ছে ৷ যদিও এই অভিযোগ মানতে নারাজ শাসক শিবির ৷

ABOUT THE AUTHOR

...view details