পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Suvendu Adhikari: 'মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে সুশাসন প্রতিষ্ঠা করার শপথ নিয়েছি', মন্তব্য শুভেন্দুর - Suvendu Adhikari Comments on Mamata Banerjee

মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা এবং কাজের মধ্যে কোনও মিল নেই বলে মঙ্গলবার কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari Comments on Mamata Banerjee) ৷

Suvendu Adhikari on mamata banerjee
মুখ্যমন্ত্রীকে কটাক্ষ শুভেন্দুর

By

Published : Jul 12, 2022, 10:13 PM IST

কলকাতা, 12 জুলাই: "শুভেন্দু অধিকারী মুকুল রায় বা অন্যান্যদের মতো কেনাবেচার লোক নয় । তিনি এই রাজ্য থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে সুশাসন প্রতিষ্ঠা করার শপথ নিয়েছেন ।" মঙ্গলবার নিজের সম্পর্কে এমন মন্তব্যই করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari Comments on Mamata Banerjee) ।

রাষ্ট্রপতি নির্বাচনে নিজের পক্ষে সমর্থন চাইতে রাজ্যে এসেছেন এনডিএ'র প্রার্থী দ্রৌপদী মুর্মু ৷ এদিন বাইপাসের ধারে একটি পাঁচ তারা হোটেলে বিজেপি সাংসদ, বিধায়কদের সঙ্গে বৈঠক করেন দ্রৌপদী মুর্মু ৷ তাঁকে সেখানে সংবর্ধনা জানান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তাঁকে মা কালীর তৈলচিত্র প্রদান করা হয় ।

মুখ্যমন্ত্রীকে কটাক্ষ শুভেন্দুর

আরও পড়ুন: বাংলাভাগ নিয়ে কড়া হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সেই বৈঠক শেষে এদিন শুভেন্দু অধিকারী বলেন, "মুখ্যমন্ত্রীর বাহানা করার তো দরকার নেই । মমতা বন্দ্যোপাধ্যায় যদি চান যে দ্রৌপদী মুর্মুর মতো একজন মহিলা রাষ্ট্রপতি হন তাহলে তিনিও তাঁর সমর্থন দিন । আসলে ওনার এখন সমস্যা হয়ে গিয়েছে । বিরোধীরা ওনাকে বিশ্বাস করছেন না । এখন সকলে বুঝেছেন কে দরদীকে, আর কে বিরোধী। ধান্দাবাজটা কে সেটা তো দেখতে হবে ? পাহাড়ের লোক মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করে না । কারণ তাঁরা জানে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা এবং কাজের মধ্যে কোনও মিল নেই । পাহাড়ের জন্য তিনি কি উন্নয়ন করতে পেয়েছেন ? চা-বাগান গুলির আজ অবস্থা কী ? মুখ্যমন্ত্রীর ওয়ান পয়েন্ট প্রোগ্রাম হচ্ছে যেভাবেই হোক বিরোধী দলনেতাকে জব্দ কর । কারণ মুকুল রায় বা অন্যান্য বিরোধীদের মতো শুভেন্দু অধিকারী তো কেনাবেচার লোক নয় । শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গ থেকে সরিয়ে সুশাসন প্রতিষ্ঠা করার শপথ নিয়েছে ।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details