পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Jul 16, 2022, 10:11 PM IST

ETV Bharat / city

Suvendu Comments on TMC: 'এবার 21 জুলাই শহিদ দিবস নয়, জেহাদ দিবস পালন করবে তৃণমূল', তীব্র কটাক্ষ শুভেন্দুর

শনিবার শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নেতৃত্বে বিজেপি'র এক প্রতিনিধি দল সাক্ষাৎ করে রাষ্ট্রপতি নির্বাচনে এ রাজ্যের দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষকের সঙ্গে ৷

suvendu criticises mamata banerjee
মমতাকে তীব্র কটাক্ষ শুভেন্দুর

কলকাতা, 16 জুলাই: "এবার 21 জুলাই শহিদ দিবস নয়, জেহাদ দিবস পালন করবে তৃণমূল ।" শনিবার এমনই মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari reacts on 21 July rally) । 18 জুলাই রাষ্ট্রপতি নির্বাচন । রাজ্যে এসেছেন রাষ্ট্রপতি নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক শ্রীমতি বিজয়লক্ষী । এদিন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি'র এক প্রতিনিধি দল তাঁর সঙ্গে সাক্ষাৎ করে এবং নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এক দাবিপত্র পেশ করে ৷

তৃণমূল কংগ্রেসের এবারের শহিদ দিবসকে কটাক্ষ করে শুভেন্দু বলেন, "আমরা জানি 21 জুলাই শহিদ দিবস পালিত হয় । তবে এবার 'জেহাদ দিবস ' হবে । মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই আসানসোলে বলেছিলেন যে এবারে জেহাদ দিবস হবে । তাই জেহাদের দিন জিহাদীদের সামনে যেতে নেই । তাই তৃণমূলের 21 জুলাইর সভার সঙ্গে আমাদের কর্মসূচির কোনও সম্পর্ক নেই । তাঁদের সভা হবে ধর্মতলায় বেলা 12টার সময় । আমাদের কর্মসূচি বিকেল 4টের সময় । আমাদের কর্মসূচি 50 কিলোমিটার দূরে । যাঁদের দোকান বাড়ি ভাঙচুর করা হয়েছে তাদের আমরা ক্ষতিপূরণ দেব । হাওড়া গ্রামীণে আমাদের যে পার্টি অফিস ভাঙচুর করে পুড়িয়ে দেওয়া হয়েছে তার প্রতিবাদও করা হবে । কর্মসূচিতে সাত থেকে আট হাজার কর্মী-সমর্থক যোগ দেবেন ৷"

তৃণমূল কংগ্রেসকে তীব্র কটাক্ষ শুভেন্দু অধিকারীর

আরও পড়ুন: আদিবাসী বিরোধী বলেই দ্রৌপদীকে সমর্থন নয় মমতার, দাবি শুভেন্দুর

বিজেপির পক্ষ থেকে এদিনই দাবি করা হয়েছে, যে জায়গায় সভা করার জন্য তাঁরা অনুমতি চেয়েছিল পুলিশ ও স্থানীয় প্রশাসন তা দেয়নি । তাই বাধ্য হয়ে অনুমতি পেতে আদালতের দ্বারস্থ হতে হয়েছে দলকে ।

ABOUT THE AUTHOR

...view details