কলকাতা, 30 সেপ্টেম্বর : বৃহস্পতিবার সকাল থেকেই ভবানীপুরের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বুথে ভুয়ো ভোটার আনার একের পর এক অভিযোগ তুলেছে বিজেপি ৷ এবার সেই নিয়ে সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ একটি টুইটে তিনি অভিযোগ করেন, বাঁশদ্রোণীর ভোটারকে ভবানীপুরে এনে ভোট জালিয়াতি করছে তৃণমূল কংগ্রেস ৷
প্রসঙ্গত, আজ বেলা 12টা নাগাদ ভবানীপুরের খালসা হাইস্কুলে এক যুবককে পাকড়াও করেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল ৷ অভিযোগ তোলেন, ওই যুবক ভুয়ো ভোটার ৷ যে ঘটনাকে কেন্দ্র করে ওই বুথের বাইরে তৃণমূল ও বিজেপির কর্মীদের মধ্যে হাতাহাতি হয় বলে অভিযোগ ৷ সেই ঘটনা নিয়েই এ দিন শুভেন্দু অধিকারী একটি টুইট করেন ৷ সেখানে তিনি বলেন, ‘‘বি ফর ভবানীপুর, বি ফর বাঁশদ্রোণী ৷ ভোটে জালিয়াতি করে দল জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ৷ ভবানীপুরের ভোটে বাঁশদ্রোণীর ভোটার ৷ পরাজয়ের ভয়ে প্রতারণায় বিশ্বাস ৷’’