কলকাতা, 26 নভেম্বর : "বিএসএফের সীমানা বৃদ্ধি নিয়ে বিধানসভায় রাজ্য সরকারের প্রস্তাব পাসের কোনও এক্তিয়ার নেই," দাবি করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari on BSF jurisdiction) ৷ এদিন বিধানসভায় সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী বলেন, "বিএসএফের এক্তিয়ার বৃদ্ধি নিয়ে 169 ধারায় বিধানসভায় যে প্রস্তাব পেশ করেছে সেটার কোনও আইনগত দিক নেই । রাজ্য বিধানসভায় যে আলোচনা হয়েছে । সেটা নিয়ে রাজ্য সরকারের কোনও এক্তিয়ার নেই ।"
শুভেন্দু আরও বলেন, "এটা মূলত প্রচারের আলোয় আসা । গরুপাচারকারী, সোনাপাচারকারী, মানবপাচারকারী ও বর্ডারে যারা দুষ্কর্মকারী, যারা বর্ডারে 108টি গরুর হাট চালায়, সেই লোকদের আশ্বাস দেওয়া যে, আমরা বিধানসভায় বিল পাশ করিয়েছি । তোমাদের কিছু হবে না । আপনার যে বিষয়ে এক্তিয়ার নেই । সেই বিষয়ে বিল পাশ করে কোনও কাজ নেই ।"