পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Suvendu Slams CID: সিআইডি এখন মমতা-অভিষেকের দারোয়ান, দেবযানী কাণ্ডে কটাক্ষ শুভেন্দুর - অভিষেক বন্দ্যোপাধ্যায়

দেবযানী মুখোপাধ্যায়ের (Debjani Mukherjee) মায়ের চিঠিকে ইস্যু করে সিআইডি-কে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ তাঁর টুইট, সিআইডি এখন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) দারোয়ান হয়ে গিয়েছে ৷

Suvendu Adhikari Claims CID has now become paid janitor of Mamata Banerjee and Abhishek Banerjee
Suvendu Slams CID: সিআইডি এখন মমতা-অভিষেকের দারোয়ান, দেবযানী কাণ্ডে কটাক্ষ শুভেন্দুর

By

Published : Sep 8, 2022, 4:55 PM IST

কলকাতা, 8 সেপ্টেম্বর :সারদা চিটফান্ড কাণ্ডে (Saradha Chit Fund Scam) অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়ের (Debjani Mukherjee) মা শর্বরী মুখোপাধ্যায়ের বিস্ফোরক চিঠি ঘিরে বৃহস্পতিবার সকাল থেকেই তোলপাড় রাজ্য রাজনীতি ৷ এই ইস্যুকে হাতিয়ার করে সরাসরি রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা সিআইডিকে (CID) নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ তাঁর অভিযোগ, সিআইডি এখন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) দারোয়ান হয়ে গিয়েছে ৷ এদিন টুইট করে এই অভিযোগ করেন নন্দীগ্রামের বিধায়ক ৷

বিজেপির এই নেতা লিখেছেন, সিআইডির একটি গৌরবময় ইতিহাস রয়েছে ৷ অথচ এখন সেই সংস্থা একজন বিচারাধীন বন্দির উপর চাপ সৃষ্টি করছে পশ্চিমবঙ্গের বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে মিথ্য়া অভিযোগ করানোর জন্য ৷ আর সেই কারণেই তিনি সিআইডিকে মমতা-অভিষেকের দারোয়ান বলে কটাক্ষ করেছেন ৷ তবে তিনি মমতা ও অভিষেকের নাম লেখেননি ৷ বরং পিসি-ভাইপো বলে উল্লেখ করেছেন ৷

শুভেন্দু অধিকারীর টুইট

এখানে উল্লেখ করা প্রয়োজন, সম্প্রতি একটি অভিযোগের তদন্তে দমদম সংশোধনাগারে গিয়ে দেবযানী মুখোপাধ্যায়কে জেরা করেন সিআইডির গোয়েন্দারা ৷ তার পরই তাঁর সঙ্গে দেখা করেন তাঁর মা শর্বরী মুখোপাধ্যায়৷ সেখানেই দেবযানী তাঁর মাকে জানান, সিআইডির তরফে বিজেপির শুভেন্দু অধিকারী ও সিপিএমের সুজন চক্রবর্তীর (CPIM Leader Sujan Chakraborty) বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করতে চাপ দেওয়া হচ্ছে ৷ অভিযোগ না করলে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার অভিযোগ করা হচ্ছে ৷

শর্বরী মুখোপাধ্যায় এই নিয়ে চিঠি লিখেছেন সিবিআই (CBI) ও জাতীয় মানবাধিকার কমিশনকে (NHRC) ৷ বৃহস্পতিবার সকালে এই খবর সামনে আসতেই তোলপাড় রাজ্য রাজনীতি ৷ কারণ, শুভেন্দু অধিকারী তৃণমূল (Trinamool Congress) ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার আগে সারদা কর্তা সুদীপ্ত সেনের একটি চিঠি প্রকাশ্যে আসে ৷ সেই চিঠিতে শুভেন্দু-সহ একাধিক নেতার বিরুদ্ধে ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ করা হয় ৷ সুদীপ্ত সেন সেই চিঠিটি সিবিআই-সহ আরও অনেক সংস্থাকে পাঠিয়েছিলেন ৷

এই নিয়ে গত দু’বছরে শুভেন্দুকে কটাক্ষ করেছে তৃণমূল ৷ কিন্তু দেবযানীর মায়ের অভিযোগ পুরো বিষয়টির মোড় ঘুরিয়ে দিচ্ছে ৷ প্রশ্ন উঠছে, তাহলে কি সুদীপ্ত সেনকেও চাপ দিয়ে ওই চিঠি লেখানো হয়নি তো ? এদিন টুইটের মাধ্যমে কার্যত সেই প্রশ্নই তুললেন শুভেন্দু অধিকারী ৷

আরও পড়ুন :'শুভেন্দু-সুজনের নামে অভিযোগের চাপ সিআইডির', সিবিআইকে চিঠি দেবযানীর মায়ের

ABOUT THE AUTHOR

...view details