পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Suvendu Cancels BJPs Meeting: 21 জুলাই উলুবেড়িয়ায় বিজেপির সভা বাতিল, ঘোষণা শুভেন্দুর - Trinamool Congress

আগামিকাল হাওড়ার উলুবেড়িয়ায় শর্তসাপেক্ষে বিজেপিকে (BJP) সভার অনুমতি দিয়েছিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ৷ যদিও আগামিকাল বিজেপি সেখানে সভা করছে না ৷ সভা বাতিলের ঘোষণা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Bengal Opposition Leader Suvendu Adhikari) ৷

Suvendu Adhikari cancels BJP Meeting at Uluberia on 21 July
Suvendu Cancels BJPs Meeting: 21 জুলাই উলুবেরিয়ায় বিজেপির সভা বাতিল, ঘোষণা শুভেন্দুর

By

Published : Jul 20, 2022, 7:55 PM IST

Updated : Jul 20, 2022, 8:47 PM IST

কলকাতা, 20 জুলাই : ভারতীয় জনতা পার্টিকে (BJP) আগামিকাল, বৃহস্পতিবার হাওড়ার উলুবেড়িয়ায় সভা করার অনুমতি দিয়েছিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ৷ তবে একাধিক শর্ত আরোপ করেছিল উচ্চ আদালত ৷ যদিও আগামিকাল সেখানে সভা করছে না বিজেপি ৷ হাইকোর্টের রায়ের কয়েক ঘণ্টা পর এই ঘোষণা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Bengal Opposition Leader Suvendu Adhikari) ৷ এদিন তিনি হাওড়ার উলুবেড়িয়াতেই ছিলেন ৷ সেখান থেকেই এই ঘোষণা করেন (Suvendu Adhikari cancels BJP Meeting at Uluberia on 21 July) ৷

প্রসঙ্গত, আগামিকাল 21 জুলাই ৷ প্রায় তিন দশক ধরে এই দিনটিতে শহিদ দিবস পালন করেন মমতা বন্দ্যোপাধ্যায় (TMC Chief Mamata Banerjee) ৷ এক সময় তাঁর নেতৃত্বে যুব কংগ্রেস ধর্মতলায় শহিদ দিবসের অনুষ্ঠান করত ৷ 1998 সালের পর থেকে সেখানে এই অনুষ্ঠান করে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ৷ তাই আগামিকাল সেখানে তৃণমূলের কর্মসূচি রয়েছে (TMCs 21 July Rally) ৷ যেহেতু করোনাকালে পর পর দু’বছর 21 জুলাইয়ের সমাবেশ ভার্চুয়াল হয়েছে ৷ তাই এবার ধর্মতলার সমাবেশ ঘিরে উন্মাদনা তুঙ্গে ৷

আরও পড়ুন :HCs Order to BJP: কোন কোন শর্তে 21 জুলাই সভা করার অনুমতি পেল বিজেপি, জানতে পড়ুন...

অথচ ওই একই দিনে উলুবেড়িয়ার কর্মসূচি করার সিদ্ধান্ত নেয় বিজেপি ৷ কিন্তু সেই কর্মসূচির অনুমতি দেয়নি পুলিশ ৷ মূলত, আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণ দেখিয়ে এই কর্মসূচির অনুমতি দিতে অস্বীকার করে পুলিশ ৷ তার পরই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি ৷ বুধবার আদালত বিজেপিকে কর্মসূচি করার অনুমতি দেয় ৷ কিন্তু বেশ কিছু শর্ত রাখে ৷ তার মধ্যে অন্যতম হল সভা করতে হবে রাত 8টায় ৷

রাজনৈতিক পর্যবেক্ষকদের অনুমান, ওই সময় উলুবেড়িয়ায় সভা করতে চাইছেন না শুভেন্দু অধিকারী ৷ সেই কারণেই তিনি সভা বাতিলের ঘোষণা করেছেন ৷ পরে ওই কর্মসূচি হবে বলেও জানা গিয়েছে ৷ তবে কবে ওই কর্মসূচি হবে, তা এখনও জানা যায়নি ৷

আরও পড়ুন :HC on BJPs Meeting: 21 জুলাই শর্তসাপেক্ষে উলুবেড়িয়ায় বিজেপিকে সভার অনুমতি হাইকোর্টের

Last Updated : Jul 20, 2022, 8:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details