কলকাতা, 29 জানুয়ারি : ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) বিরুদ্ধে সমালোচনায় সরব হলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Bengal Leader of Opposition Suvendu Adhikari) ৷ তবে মুখ্যমন্ত্রী হিসেবে নয়, শনিবার টুইটারে তিনি নিশানা করেছেন ‘স্বাস্থ্যমন্ত্রী’ মমতাকে ৷ শুভেন্দুর অভিযোগ, রোগী নিরাপত্তা নিয়ে বাংলার স্বাস্থ্যমন্ত্রী উদাসীন (Suvendu Adhikari Attacks Mamata Banerjee on Burdwan Medical Fire) ৷
প্রসঙ্গত, শনিবার ভোরে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আগুন লাগে (Fire at Burdwan Medical) ৷ সেই আগুনে সন্ধ্যা মণ্ডল নামে এক বৃদ্ধার মৃত্যু হয় ৷ সেই বিষয়টিকে সামনে রেখে এই অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী ৷
নন্দীগ্রামের বিধায়কের দাবি, সরকারি হাসপাতালে অগ্নিকাণ্ড হলে তা সামলানোর ক্ষমতা যে রাজ্য সরকারের নেই, তা বর্ধমানের ঘটনায় প্রমাণিত হল ৷ সরকারি হাসপাতালগুলি এখন রোগীদের কাছে দুর্ভাগ্যজনকভাবে মৃত্যুফাঁদে পরিণত হয়েছে ৷ বর্ধমানের ওই বৃদ্ধার মৃত্যুর তদন্তও দাবি করেছেন তিনি ৷ দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে বলেও সরব হয়েছেন ওই বিজেপি বিধায়ক ৷