রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে কড়া আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ সামাজিক মাধ্যমে তিনি লেখেন, 'একটি প্রজন্মকে প্রতারিত হতে হয়েছে। যোগ্য এবং মেধাবি চাকরি প্রার্থীরা ক্লাসরুমের জায়গায়,পথে বসে প্রতিবাদ আন্দোলন করতে বাধ্য হয়েছেন। তাঁদের চোখের জল বৃথা যাবে না। যোগ্য প্রার্থীদের আবেদন বিবেচনা করে মহামান্য কলকাতা হাইকোর্ট যে তদন্ত প্রক্রিয়ার নির্দেশ দেন তার প্রভাব পড়তে শুরু হয়েছে (Leader of the opposition thanked Culcutta High Court)। মহামান্য হাইকোর্টকে আমার কৃতজ্ঞতা জানাই। আইনি পদক্ষেপের ফল সবেমাত্র পাওয়া শুরু হয়েছে। হিমশৈলের চূড়া সবেমাত্র দৃশ্যমান হয়েছে।''
বিরোধী দলনেতা হওয়ার পর থেকেই প্রায় সমস্ত ঘটনাতেই রাজ্য প্রশাসন থেকে শুরু করে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন নন্দীগ্রামের বিধায়ক ৷ রাজ্যের হেভিওয়েট মন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব গ্রেফতার হওয়ার পর যে সেই আক্রমণের ধার যে আরও বাড়বে তা বলাই যায় ৷ সেই মতো সামাজিক মাধ্যমে একাধিক পোস্ট করেছেন শুভেন্দু ৷