পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Suvendu Adhikari: টিটাগড় বিস্ফোরণকাণ্ডে এনআইএ তদন্ত চেয়ে শাহকে চিঠি শুভেন্দুর - Suvendu Adhikari on Titagarh Bomb Blast

টিটাগড়ের স্কুলে বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানালেন শুভেন্দু অধাকারী (Titagarh Bomb Blast) ৷ এই দাবিতে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছেন (Suvendu Adhikari writes letter to Amit Shah)।

Suvendu Adhikari
ETV Bharat

By

Published : Sep 19, 2022, 4:30 PM IST

Updated : Sep 19, 2022, 5:59 PM IST

কলকাতা, 19 সেপ্টেম্বর: সম্প্রতি টিটাগড়ের একটি সরকার-পোষিত স্কুলে বোমা বিস্ফোরণের ঘটনায় ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির (NIA) তদন্তের দাবি জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari writes letter to Amit Shah)। সোমবার এই চিঠি লিখেছেন শুভেন্দু ৷

তাঁর এই চিঠিতে শুভেন্দু অধিকারী 17 সেপ্টেম্বর টিটাগড় ফ্রি ইন্ডিয়া হাই স্কুলে ঘটে যাওয়া পুরো ঘটনার বিবৃতি তুলে ধরেছেন । তাঁর মতে, এই ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছে পড়ুয়া, শিক্ষক-শিক্ষিকা এবং অন্যান্য স্কুল কর্মীরা । তাই এর পিছনে কোনও পরিকল্পিত চক্রান্ত থাকতে পারে ৷ রাজ্য পুলিশের তদন্তের উপর যে বিজেপির ভরসা নেই সে কথাও এই চিঠিতে উল্লেখ করা হয়েছে ৷ অমিত শাহকে লেখা চিঠিতে শুভেন্দু অধিকারী লিখেছেন, "রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির যে উদ্বেগজনক অবনতি হচ্ছে, এই পরিস্থিতিতে আমি চিঠিটি লিখতে বাধ্য হলাম ৷"

আরও পড়ুন: টিটাগড় বিস্ফোরণ-কাণ্ডে অভিযুক্তরা স্কুলেরই প্রাক্তনী, ধৃতের বাড়ি থেকে উদ্ধার 10টি তাজা বোমা

শুভেন্দু অধিকারীর বক্তব্য, পুলিশ প্রথম থেকে এই বিস্ফোরণের ঘটনাটিকে ছোট করে দেখানোর চেষ্টা করছে ৷ স্কুলের ছাদে বিস্ফোরণ হলেও কেউ হতাহত হয়নি এই যুক্তি দেওয়া হচ্ছে ৷ এমন যুক্তি দেওয়া হচ্ছে যাতে মনে হচ্ছে এটা পুলিশের কাছে খুব সাধারণ ঘটনা ৷ এই প্রেক্ষিতে এই ঘটনার এনআইএ তদন্তের দাবি করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari on Titagarh Bomb Blast) ৷

অমিত শাহকে শুভেন্দু অধিকারীর লেখা চিঠি

উল্লেখ্য, 17 সেপ্টেম্বর বেলা 11 নাগাদ টিটাগড় ফ্রি ইন্ডিয়া হাইস্কুলের ছাদে আচমকাই বোমা বিস্ফোরণ ঘটে (Titagarh School Bomb Blast) । সেইসময় স্কুলে ক্লাস চলছিল । তবে পড়ুয়া, শিক্ষক-শিক্ষকরা এবং স্কুলের বাকি কারও কোনও আঘাত লাগেনি । প্রায় 1300 পড়ুয়া রয়েছে ওই স্কুলে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় পুলিশ । বিস্ফোরণস্থল এবং স্কুলের আশপাশ থেকে উদ্ধার করা হয় স্প্লিন্টার । ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ ৷ 4 জনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ৷ তাদের মধ্যে 3 জন ওই স্কুলের প্রাক্তনী ৷

Last Updated : Sep 19, 2022, 5:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details