পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

মমতাই কি মোদির B টিম ? প্রশ্ন তুললেন সূর্যকান্ত - kolkata

দেশ এবং রাজ্যের সরকার ফ্যাসিবাদী কায়দায় মানুষের ঐক্য ভাঙতে সক্রিয় । মূল্যবৃদ্ধি, নাগরিকত্ব সংশোধনী আইনের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করা, কর্মসংস্থান এবং বন্ধ কলকারখানা খোলার দাবিতে চলতি মাসের 8 তারিখে সর্বাত্মক হরতালের ডাক দেওয়া হয়েছে । আজ একটি পত্রিকার 54তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এসে বললেন বিমান বসু ৷

suryakanta-mishra
গণশক্তি পত্রিকার 54 তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান

By

Published : Jan 4, 2020, 2:15 PM IST

Updated : Jan 4, 2020, 5:22 PM IST

কলকাতা, 4 জানুয়ারি : মমতা বন্দ্যোপাধ্যায় BJP-র সঙ্গে হাত মিলিয়েছেন, এমনই ইঙ্গিত করলেন বাম নেতা সূর্যকান্ত মিশ্র ৷ "কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কংগ্রেস এবং বাম শ্রমিক সংগঠনগুলির ডাকা ধর্মঘট রুখতে আসলে তার দায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ 8 জানুয়ারি কেন্দ্রীয় শ্রমিক সংগঠনের ডাকা 24 ঘণ্টার সাধারণ ধর্মঘটেই প্রমাণিত হবে মমতা বন্দোপাধ্যায় কোন দিকে রয়েছেন ৷ " গতকাল প্রমোদ দাশগুপ্ত ভবনে একটি পত্রিকার 54তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এসে একথা বললেন সূর্যকান্ত মিশ্র ৷

বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, দেশ এবং রাজ্যের সরকার ফ্যাসিবাদী কায়দায় মানুষের ঐক্য ভাঙতে সক্রিয় । মূল্যবৃদ্ধি, নাগরিকত্ব সংশোধনী আইনের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করা, কর্মসংস্থান এবং বন্ধ কলকারখানা খোলার দাবিতে চলতি মাসের 8 তারিখে সর্বাত্মক হরতালের ডাক দেওয়া হয়েছে ।

CPI(M)-র রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেন, "শ্রমিক সংগঠনের ডাকা সাধারণ ধর্মঘট প্রমাণ করবে মুখ্যমন্ত্রী কোন শিবিরে রয়েছেন । কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ করতে মুখ্যমন্ত্রী আন্তরিক হলে আসন্ন ধর্মঘটকে সমর্থন করবেন । সেই দিনই মুখ্যমন্ত্রীর পরিচয় পাওয়া যাবে । আদতে তিনি BJP-র B টিম হিসেবেই পশ্চিমবঙ্গে কাজ করছেন কিনা তাও স্পষ্ট হবে ধর্মঘটের দিন । "

Last Updated : Jan 4, 2020, 5:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details