পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

পশ্চিম বর্ধমানের কমিউনিটি কিচেনে নিজের হাতে খাবার পরিবেশন সূর্যকান্ত মিশ্রের - Surja kanta misra

পশ্চিম বর্ধমানের দলীয় কর্মসূচিতে অংশ নিতে এসেছিলেন সূর্যকান্ত মিশ্র । সেখান থেকে তিনি কমিউনিটি কিচেনে যান । কয়েকজন দুস্থ মানুষকে খাবার পরিবেশনও করেন তিনি ।

ছবি
ছবি

By

Published : Jun 10, 2020, 11:01 AM IST

কলকাতা, 10 জুন : বর্ধমানে যাওয়ার পরে BJP সভাপতি অমিত শাহের ভার্চুয়াল সভা নিয়ে কটাক্ষ করলেন CPI(M)-র রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। তিনি বলেন, “ওদের প্রতিশ্রুতির কোনও মূল্য নেই ।" এদিন দলীয় কর্মসূচিতে অংশ নিতে পশ্চিম বর্ধমানে এসেছিলেন মিশ্র। কলকাতা ফেরার আগে বর্ধমানের মিরপুরের দলের কর্মী-সমর্থকদের পরিচালিত কিচেনে যান তিনি । সঙ্গে ছিলেন দলের অন্যান্য নেতারা । এক মাস ধরে এই কিচেন চলবে আশপাশের এলাকায় । বর্তমান পরিস্থিতিতে বিপদে পড়া মানুষদের খাবার জোগাবে বাম পরিচালিত এই কিচেন কর্মীরা।


ভাত, ডাল, আলু ,সবজি আর ডিমের ঝোল ছিল গতকালের মেনুতে । নিজের হাতে কয়েকজনকে পরিবেশন করেন সূর্যবাবু । তিনি বলেন, “এটা দয়ার দান নয় । এটা মানুষকে সঙ্গে নিয়ে চলার প্রয়াস । গোটা রাজ্যেই এমন কিচেন চলছে । আমাদের দেশের এবং রাজ্যের সরকারের ভুল নীতি সাধারণ মানুষকে চরম বিপাকে ফেলেছে। হুট করে সব বন্ধ আর হঠাৎ সব খুলে দেওয়া হলো। অপরিকল্পিত নগরায়নে পরিযায়ী শ্রমিকসহ কোটি কোটি মানুষ বিপদে পড়েছে। আবার এখন অফিসে যাওয়ার বাস নেই।''


সভা শেষে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন বলেন, ''অমিত শাহের ভার্চুয়াল সভা আমি পুরোটা শুনিনি ওদের কথা বা প্রতিশ্রুতি কোন দাম নেই। প্রধানমন্ত্রী থেকে অর্থমন্ত্রী অনেক বড় বড় স্বপ্ন দেখিয়েছেন । তবে সাধারণ মানুষ কিছু পাননি । কৃষিজীবী মানুষের অ্যাকাউন্টে টাকা পাঠানোর কথারও কোনও মূল্য নেই । “

ABOUT THE AUTHOR

...view details