পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

CPIM State Conference : নেতৃত্বের সক্রিয়তার অভাব নিয়ে সরব হয়েও কর্মীদের প্রশংসায় সূর্যকান্ত - CPIM State Conference

শুরু হয়েছে সিপিআইএম-এর রাজ্য কমিটির সম্মেলন । তার আগে রাজ্য কমিটির তরফে জারি করা হয়েছে একগুচ্ছ নির্দেশিকা । তাতে তরুণ প্রজন্মকে তুলে আনা থেকে শুরু করে দলে মহিলাদের ক্ষমতায়ন এবং লাগাতার শুদ্ধিকরণে জোর দেওয়া হয়েছে । একই কথা শোনা গেল বিদায়ী রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের গলাতেও (Surjya Kanta Mishra raise voice about the lack of leadership activism) ৷

State Conference
তৃণমূল কংগ্রেস এবং বিজেপির বিরুদ্ধে লড়াই জারি রাখার কথা জানিয়ে দিলেন সিপিআইএমের বিদায়ী রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র

By

Published : Mar 16, 2022, 8:18 AM IST

কলকাতা, 16 মার্চ : সিপিআইএম-এর রাজ্য কমিটির সম্মেলন শুরু হয়েছে । সেখান থেকেই তৃণমূল কংগ্রেস এবং বিজেপির বিরুদ্ধে লড়াই জারি রাখার কথা জানিয়ে দিলেন সিপিআইএমের বিদায়ী রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র (Surjya Kanta Mishra raise voice about the lack of leadership activism in CPIM) । তিনি বলেন, ‘‘তৃণমূল এবং বিজেপি বিরোধী শক্তিকে একজোট করার চেষ্টা নির্বাচনী কৌশলের অংশ হবে ।’’

একই সঙ্গে রাজ্যের বর্তমান প্রেক্ষাপটে আইন শৃঙ্খলার অবনতি নিয়েও সরব হয়েছেন তিনি । সাংবাদিক সম্মেলনে সূর্যকান্ত মিশ্র বলেন, "খুনের ঘটনা ঘটছে । পানিহাটিতে একই দলের মধ্যে সংঘর্ষ হচ্ছে । ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুন হয়েছেন । নিজেদের মধ্যে মারামারি হচ্ছে । এই অবস্থায় মুখ্যমন্ত্রী কী করছেন । তিনি আগে নিজের ঘর সামলান । আমরা আদালতের তত্ত্বাবধানে সিবিআই চাইছি ।"

মঙ্গলবার থেকে প্রমোদ দাশগুপ্ত ভবনে শুরু হয়েছে রাজ্য সম্মেলন । বিধানসভা ভোটে নিশ্চিহ্ন হয়ে যাওয়া দল রাজনীতির মূলস্রোতে কীভাবে ফিরে আসবে, তার ব্লু-প্রিন্ট তৈরি হবে এই সম্মেলনেই ৷ একইসঙ্গে বেশ কিছু সাংগঠনিক পদেরও পরিবর্তন হবে । ফলে তিনদিনের এই সম্মেলন ঘিরে রাজনৈতিক মহলে আগ্রহ তুঙ্গে ।

রাজ্য সম্মেলনের প্রথম পর্বে বহু জায়গায় নেতৃত্বের সক্রিয়তার অভাবের কথা বলেন সূর্যকান্ত মিশ্র । তা ঢাকতে দলের কর্মীদের চেষ্টার কথাও মনে করিয়ে দেন তিনি । সবস্তরেই নতুন প্রজন্মকে দায়িত্ব দিতে হবে । দলের কাজে বেশি করে যুক্ত করতে হবে ছাত্র, যুব, মহিলাদের । সম্মেলন ও পার্টি কংগ্রেসের আগে সিপিআইএমের রাজ্য কমিটির তরফেও জারি করা হয়েছে এমনই নির্দেশিকা ।

আরও পড়ুন : মাস্টারদা থেকে ঋত্বিক ঘটক, রাজ্য সম্মেলনে অভিনব পোস্টার সিপিআইএম

সিপিআইএম সূত্রে খবর, পুজোর আগেই দলের শাখাস্তরের সম্মেলন শেষ হয়ে যাবে । তারপরে জোনাল কমিটি, এরিয়া কমিটি, জেলা কমিটি এবং রাজ্য কমিটির সম্মেলন হবে । পরের বছর এপ্রিলে কেরলের কান্নুরে হবে পার্টি কংগ্রেস । রাজনৈতিক মহলের একাংশের মতে, তার আগে এই সম্মেলন সিপিআইএম-এর কাছে কার্যত ঘুরে দাঁড়ানোর লড়াই । বিশেষ করে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা, এই দু'রাজ্যে তো বটেই । কেরল সিপিএমের গাইডলাইনে বরাবরই গুরুত্ব পেয়ে এসেছেন নবীনরা । সূত্রের খবর, এরাজ্যেও দল কেরল লাইনে এগোবে কি না, তা নিয়ে আলোচনা চলছে । ফলে বৃদ্ধতন্ত্রের সমালোচনায় জেরবার সিপিএমে নবীনের প্রতিষ্ঠা কি সময়ের অপেক্ষা ? সময়ই এর উত্তর দেবে ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details