কলকাতা, 23 জুন: বাড়ানো হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (Jadavpur University VC) সুরঞ্জন দাসের (Suranjan Das) কার্যকালের মেয়াদ । ওই পদে তাঁর মেয়াদ আরও দু বছর বাড়িয়েছে রাজ্য শিক্ষা দফতর ৷
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে গতকাল অর্থাৎ মঙ্গলবারই ছিল তাঁর শেষ দিন । শিক্ষা দফতর গতকালই বিজ্ঞপ্তি জারি করে সুরঞ্জন দাসের কার্যকালের মেয়াদ বৃদ্ধির কথা জানিয়ে দিয়েছে । জানা গিয়েছে যে, মেয়াদ বৃদ্ধির চিঠিও হাতে পেয়ে গিয়েছেন তিনি ।
এর আগে, তাঁর মেয়াদ বৃদ্ধির অনুমোদন চেয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়কে চিঠি পাঠিয়েছিল রাজ্য শিক্ষা দফতর । তবে রাজ্যপালের তরফে মঙ্গলবার পর্যন্ত কোনও অনুমোদন আসেনি ৷ তাই শেষ পর্যন্ত রাজ্যই সুরঞ্জন দাসের কার্যকালের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করল ।
আরও পড়ুন:নিঁখোজ বাবুল সুপ্রিয়, খোঁজ দিলেই পুরস্কার ! পোস্টার পড়ল জামুড়িয়ায়
সম্প্রতি বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি লিখে অভিযোগ করেছেন, রাজ্য একাধিক বিল রাজভবনে পাঠালেও সেগুলিতে সই করে তাতে অনুমোদন দেননি রাজ্যপাল জগদীপ ধনকড় । এ ক্ষেত্রেও একই ঘটনা ঘটতে পারে বলে মনে করা হচ্ছে । সেই কারণেই রাজ্যপালের অনুমোদন ছাড়াই বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার ।
সুরঞ্জন দাস যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে বসার পর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়কে ঘেরাও করা নিয়ে তীব্র উত্তেজনা ছড়িয়েছিল ৷ বাবুলকে বের করে আনতে রাজ্যপাল সেখানে গিয়ে উপস্থিত হওয়ায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয় ৷ সেই ঘটনায় সংঘাত বাড়ে রাজ্যপাল ও সুরঞ্জন দাসের মধ্যে ৷