নয়াদিল্লি, 20 সেপ্টেম্বর : পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসার অভিযোগে রাজ্যের বক্তব্য শুনবে শীর্ষ আদালত ৷ আগামী 28 সেপ্টেম্বর এই সংক্রান্ত মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ৷ স্থির হয়েছে, ওই দিন বিচারপতি বিনীত সারন (Justice Vineet Saran) এবং বিচারপতি অনিরুদ্ধ বসুর (Justice Aniruddha Bose) ডিভিশন বেঞ্চে প্রথমেই মামলাটির শুনানি হবে ৷ তার জন্য, মামলায় অংশগ্রহণকারী সংশ্লিষ্ট সব পক্ষকেই আগামী শুক্রবারের মধ্যে শুনানি পূর্ববর্তী যাবতীয় প্রক্রিয়া সেরে ফেলার নির্দেশ দিয়েছে বেঞ্চ ৷ প্রসঙ্গত, ভোট পরবর্তী হিংসার ঘটনায় খুন, ধর্ষণের মতো গুরুতর অভিযোগগুলির তদন্তভার সিবিআইকে আগেই দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ৷ আদালতের সেই রায়কে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার (West Bengal Government) ৷
আরও খবর :Post Poll Violence: সিবিআইয়ের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ, মামলা খারিজ কলকাতা হাইকোর্টের
আদালতের তরফে স্থির করা হয়েছে, এই মামলায় শেষবারের মতো আগামী 28 সেপ্টেম্বর সওয়াল-জবাব শোনা হবে ৷ সেক্ষেত্রে বাদী-বিবাদী সব পক্ষেরই বক্তব্য জানা দরকার ৷ এইসব পক্ষের প্রতিনিধি হিসাবে ইতিমধ্য়েই হরিশ সালভে (Harish Salve), মহেশ জেঠমালানির (Mahesh Jethmalani) মতো নামী এবং প্রবীণ আইনজীবীরা আদালতে দাঁড়িয়ে তাঁদের মক্কেলদের হয়ে সওয়াল করেছেন ৷