পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Not Enough Shelter For Homeless : সুপ্রিম কোর্টের ভৎর্সনা, কলকাতায় গৃহহীনদের জন্য তৈরি হয়নি পর্যাপ্ত নৈশবাস - Not Enough Shelter For The Homeless

কলকাতায় ফুটপাথবাসীদের আশ্রয়স্থলের জন্য নাইট সেল্টার বা নৈশবাস তৈরির কথা বলে সুপ্রিম কোর্ট (Not Enough Shelter For Homeless)। তবে বছরের পর বছর কেটে গেলেও গৃহহীনদের জন্য মাত্র ৮টি নৈশবাস আছে কলকাতা কর্পোরেশনের।

Shelter For Homeless
গৃহহীনদের জন্য নৈশবাস

By

Published : Mar 11, 2022, 5:35 PM IST

কলকাতা, 11 মার্চ : কলকাতায় গ্রীষ্মের তীব্র দাবদাহ হোক বা হাড় কাঁপানো ঠান্ডা অথবা মুষলধারে বৃষ্টি ৷ ফুটপাথের রেলিংয়ে এক টুকরো প্লাস্টিকের নিচে মাথা গুঁজতে হয় তাঁদের। ওঁরা কলকাতার নানা প্রান্তে ছড়িয়ে থাকা গৃহহীন মানুষ। অধিকাংশই সংসার পেতেছেন ফুটপাথের ধারেই। আর এঁদের রাতে মাথা গোঁজার আশ্রয়স্থলের জন্য নাইট সেল্টার বা নৈশবাস তৈরির কথা বলে সুপ্রিম কোর্ট (Supreme Court Reprimand)।

আরও পড়ুন :KMC Safe Home : কলকাতায় বন্ধ হচ্ছে সেফ হোম, ঘোষণা ফিরহাদের

কলকাতায় ঠিক কত এমন মানুষ থাকেন? কলকাতা কর্পোরেশন সূত্রে খবর, তার নির্দিষ্ট কোনও তথ্য ছিল না পৌর কর্তৃপক্ষের কাছে। পরে একটি বেসরকারি সংস্থা দিয়ে সমীক্ষা চালানো হয়, তাতে কম বেশি লক্ষাধিক গৃহহীনের সংখ্যা সামনে আসে। মহানগরের এমন অবস্থা কর্তৃপক্ষকে কার্যত চাপে ফেলে। তাই সেই তালিকা বাতিল করে ফের নিজেরাই সমীক্ষা চালান। তাতে এক ধাক্কায় গৃহহীনদের সংখ্যা কমে দাঁড়ায় ৭ হাজারের কাছে। তবে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, প্রতি ১০০ জন মাথাপিছু একটি করে নাইট সেল্টার করার জন্য। কিন্তু বছরের পর বছর কেটে গেলেও কলকাতা কর্পোরেশনে গৃহহীনদের জন্য রাখা হয় মাত্র ৮টি নৈশবাস। সেখানে থাকেন ৬৫০ জন।

এবিষয়ে দায়িত্বপ্রাপ্ত মেয়র পারিষদ মিতালি বন্দ্যোপাধ্যায় জানান, বাকিদের জন্য আরও কয়েকটি নাইট সেল্টার হচ্ছে। তার ডিপিআর হয়ে গিয়েছে। ৯২ নম্বর ওয়ার্ডের বাপুজি নগর, মুরারিপুকুর, সবজি বাগান, ৯৫ নম্বর ওয়ার্ডে গান্ধি কলোনিতে নাইট সেল্টার হবে। একটা মানুষকে রাতে থাকতে গেলে যা যা লাগে, এই সেল্টারগুলোতে সেই সব ধরনের সুবিধা থাকবে। এগুলো হয়ে গেলে আগামী দিনে আরও কয়েকটি করা হবে।

ABOUT THE AUTHOR

...view details