পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Supreme Court : পুলিশের ডিজি নিয়োগে ইউপিএসসির ভূমিকার বিরোধিতা, রাজ্যকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের - DGP

আদালত সূত্রে খবর, পুলিশের ডিজি নিয়োগে ইউপিএসসির ভূমিকার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল পশ্চিমবঙ্গ সরকার ৷ সেই আবেদন শুনতেই রাজি হল না শীর্ষ আদালত ৷

supreme court rejects west bengal government appeal on upsc role in dgp selection
Supreme Court : পুলিশের ডিজি নিয়োগে ইউপিএসসি-র ভূমিকার বিরোধিতা, রাজ্যকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

By

Published : Sep 3, 2021, 3:59 PM IST

নয়াদিল্লি, 3 সেপ্টেম্বর : রাজ্য পুলিশের ডিজি (DGP) নিয়োগকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টের (Supreme Court) ভর্ৎসনার মুখে পড়তে হল পশ্চিমবঙ্গ সরকারকে (West Bengal Government) ৷ এভাবে আইনের অবমাননা করা যায় না বলেও রাজ্যকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত ৷

আরও পড়ুন :Post Poll Violence : ভোট পরবর্তী হিংসা মামলার রায় সংশোধন কলকাতা হাইকোর্টের, সিটের তদারকির দায়িত্বে মঞ্জুলা চেল্লুর

আদালত সূত্রে খবর, পুলিশের মহানির্দেশক বা ডিরেক্টর জেনারেল নিয়োগে ইউপিএসসি-র (UPSC) ভূমিকার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ৷ সেই আবেদন শুনতেই রাজি হল না শীর্ষ আদালত ৷

একই সঙ্গে আদালত জানিয়েছে, এই ধরনের আবেদন আগেও করা হয়েছে ৷ তখনও এই আবেদন খারিজ করে দেওয়া হয় ৷ এই ধরনের আবেদন আইনের অবমাননার সামিল ৷

আরও পড়ুন :Viswabharati : বিশ্বভারতীর সামনে বিক্ষোভে নিষেধাজ্ঞা জারি কলকাতা হাইকোর্টের

রাজ্য পুলিশের ডিজি নিয়োগে স্বাধীনতা চায় পশ্চিমবঙ্গ সরকার ৷ তাই তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল ৷ রাজ্যের দাবি ছিল, ডিজি নিয়োগে ইউপিএসসির হস্তক্ষেপ সংবিধানে অনুমতি দেয় না এবং এটা সাংবিধানিক কাঠামোরও বিরোধী ৷ পুরোটাই ইউপিএসসির এক্তিয়ার বহির্ভূত ৷ তাদের সেই দক্ষতাও নেই ৷ এই ক্ষমতা একমাত্র রয়েছে রাজ্যের ৷

কিন্তু সেই দাবি শীর্ষ আদালত মানল না ৷ এদিন বিচারপতি এলএন রাও, বিআর গভাই এবং বিভি নাগরত্নার বেঞ্চে তা খারিজ হয়ে গেল ৷ এর পর রাজ্যের আইনজীবী সিদ্ধার্থ লুথরা ওই আবেদন প্রত্যাহার করার আর্জি জানান ৷ সেই আর্জি মেনে নেয় আদালত ৷ পুলিশি ব্যবস্থায় সংস্কার সংক্রান্ত মামলায় এই আবেদন জুড়ে দেওয়ার পরামর্শও রাজ্যকে দিয়েছে সুপ্রিম কোর্ট ৷

আরও পড়ুন :Post Poll violence : শোভারানি মণ্ডলের মৃত্যুর ঘটনায় একজনকে গ্রেফতার করল সিবিআই

প্রসঙ্গত, 2006 সালে এই নিয়ে রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট ৷ ওই রায়ে জানানো হয়েছিল যে রাজ্যের পাঠানোর নাম থেকে তিনজন বরিষ্ঠতম পুলিশ আধিকারিককে বেছে দেবে ইউপিএসসি ৷ সেই তিনজনের মধ্যে থেকেই কাউকে ডিজি পদে বসাতে হবে সংশ্লিষ্ট রাজ্যকে ৷ তাছাড়া অবসরের বিষয়টিকে এড়িয়ে পুলিশের ডিজির কাজের মেয়াদ দু’বছরও নির্ধারণ করে দিয়েছিল আদালত ৷

ABOUT THE AUTHOR

...view details